প্রকাশের তারিখ: সোমবার, ১৩ অক্টোবর ২০২৫
নিজস্ব প্রতিবেদক:
রাজধানীর নিউমার্কেট এলাকায় ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ও ঢাকা কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। গতকাল রোববার (১২ অক্টোবর) দিবাগত রাত একটার দিকে শুরু হওয়া এই সংঘর্ষে উভয় পক্ষের অন্তত পাঁচজন আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ। প্রায় দুই ঘণ্টা উত্তেজনাপূর্ণ পরিস্থিতি চলার পর রাত তিনটার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
নিউমার্কেট থানা-পুলিশ সূত্রে জানা গেছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাহনেওয়াজ ছাত্রাবাসের সামনের ফুটপাতে কয়েকটি চায়ের দোকান রয়েছে। রোববার রাতে সেখানে ঢাকা কলেজের কয়েকজন শিক্ষার্থী নতুন করে দোকান বসানোর চেষ্টা করলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে কথা-কাটাকাটি হয়। এক পর্যায়ে ইটপাটকেল নিক্ষেপ ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে।
সংঘর্ষের খবর পেয়ে ডাকসু ভিপি সাদিক কায়েম, ছাত্র প্রতিনিধি এবং ঢাকা কলেজের কয়েকজন শিক্ষক ঘটনাস্থলে পৌঁছান এবং পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন। পরে পুলিশ, ডাকসু প্রতিনিধি ও শিক্ষকদের সমন্বিত প্রচেষ্টায় রাত তিনটার দিকে পরিস্থিতি স্বাভাবিক হয়।
এ ঘটনায় দুই প্রতিষ্ঠানের অন্তত পাঁচজন শিক্ষার্থী আহত হন বলে নিশ্চিত করেছে পুলিশ।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) নিউমার্কেট জোনের সহকারী কমিশনার মোহাম্মদ জাহাঙ্গীর বলেন,
“ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাহনেওয়াজ ছাত্রাবাসের সামনের ফুটপাতে দোকান বসানো নিয়ে উত্তেজনা সৃষ্টি হয়েছিল। পরে উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে উভয় পক্ষকে সরিয়ে দেয়।”
তিনি আরও জানান, বর্তমানে পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে এবং ভবিষ্যতে অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে নিউমার্কেট এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

