বুধবার, ২০শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ | ৫ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

প্রকাশের তারিখ: রোববার, ২ নভেম্বর ২০২৫

সংবাদ প্রতিবেদন:
বৈদ্যুতিক লাইনে জরুরি মেরামতের কারণে সাময়িকভাবে বন্ধ থাকার পর রাজধানীর মেট্রো রেল চলাচল পুনরায় শুরু হয়েছে। রোববার দুপুর ১২টা ৫৫ মিনিটে ট্রেন চলাচল স্বাভাবিক হয় বলে জানিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।

ডিএমটিসিএলের ভেরিফায়েড ফেসবুক পেজে দুপুর ১টার দিকে এক পোস্টে বলা হয়,

“সম্মানিত যাত্রীসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ট্রেন চলাচল ১২টা ৫৫ মিনিটে পুনরায় শুরু হয়েছে।”

এর আগে দুপুর ১২টা ৪১ মিনিটে দেওয়া এক ঘোষণায় সংস্থাটি জানায়, পল্লবী ও মিরপুর-১১ স্টেশনের মধ্যবর্তী অংশে বৈদ্যুতিক লাইনের জরুরি মেরামত কাজের জন্য দুপুর ১২টা ৪০ থেকে ১টা ১০ পর্যন্ত মেট্রো রেল চলাচল সাময়িকভাবে বন্ধ থাকবে।

মেরামত কাজের সময় যাত্রীদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে মেট্রো কর্তৃপক্ষ।

🔹 প্রেক্ষাপট

রাজধানীর মেট্রো রেল এখন ঢাকা উত্তরের পল্লবী থেকে মতিঝিল পর্যন্ত চলাচল করছে। প্রতিদিন হাজার হাজার যাত্রী এ পরিবহন ব্যবস্থার মাধ্যমে যাতায়াত করেন। বৈদ্যুতিক লাইন সংক্রান্ত প্রযুক্তিগত ত্রুটি বা রক্ষণাবেক্ষণ কাজের জন্য মাঝে মাঝে স্বল্প সময়ের জন্য ট্রেন চলাচল বন্ধ রাখতে হয় বলে জানিয়েছে ডিএমটিসিএল।

Leave A Reply

বৈদেশিক কর্মসংস্থান, অভিবাস ও প্রবাস জীবন সংক্রান্ত অনলাইন নিউজ পোর্টাল।

যোগাযোগ

সিটি হার্ট শপিং কমপ্লেক্স (১১তম ফ্লো), রুম ১২/৮, ৬৭, নয়াপল্টন, ভিআইপি রোড, ঢাকা-১০০০, ফোন: +৮৮০ ১৫৩৩-১৯০৩৭১, ইমেইল: info@probashbulletin.com

Exit mobile version