সোমবার, ১৮ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ | ৩রা নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

প্রকাশের তারিখ: রোববার, ২ নভেম্বর ২০২৫

সংবাদ প্রতিবেদন:
বিতর্কিত ইসলামিক বক্তা জাকির নায়েকের বাংলাদেশে সম্ভাব্য আগমন নিয়ে মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন। তিনি বলেন, জাকির নায়েককে আমন্ত্রণ বা অনুমতি দেওয়ার বিষয়টি তাঁর নয়, এটি পররাষ্ট্র ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এখতিয়ারে পড়ে।

আজ (রোববার) সচিবালয়ে ধর্ম মন্ত্রণালয়ে এক সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন,

“জাকির সাহেবকে যারা আনতে চাচ্ছেন, তাদের একটি দল আমাদের সঙ্গে দেখা করেছেন। আমি তাদের বলেছি, এটা আমার ব্যাপার নয়। কোনো মেহমান দেশে আসবেন, সেটি পররাষ্ট্র ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ই দেখবে। আমার পছন্দ–অপছন্দ এখানে বড় বিষয় নয়। যদি ওই মন্ত্রণালয়গুলো পারমিট দেয়, তবে তিনি আসতে পারেন।”

🔹 ‘ধর্ম উপদেষ্টা হিসেবে আমার এখতিয়ার নেই’

খালিদ হোসেন স্পষ্ট করে বলেন, “ধর্ম উপদেষ্টা হিসেবে আমি কোনো এখতিয়ার রাখি না এবং সিদ্ধান্তও দিতে পারি না। এটা দেবেন স্বরাষ্ট্র উপদেষ্টা বা পররাষ্ট্র উপদেষ্টা। কারণ এর সঙ্গে আইনগত বিষয়ও জড়িত থাকতে পারে।”

তিনি আরও জানান, “আমার জানা মতে, পররাষ্ট্র উপদেষ্টা ইতোমধ্যেই বলেছেন, তিনি এ বিষয়ে অবহিত নন। কোনো বিদেশি মেহমান দেশে এলে স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয়ই তা সমন্বয় করে। তাই চূড়ান্ত সিদ্ধান্ত তাদেরই নিতে হবে।”

🔹 পটভূমি

সম্প্রতি আন্তর্জাতিক ইসলামিক বক্তা ড. জাকির নায়েকের বাংলাদেশ সফর নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা শুরু হয়। কয়েকটি ইসলামিক সংগঠন তাঁর আগমন নিয়ে আগ্রহ প্রকাশ করলেও বিষয়টি নিয়ে সরকারি পর্যায়ে কোনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত এখনো হয়নি।

ধর্ম মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, বিদেশি ধর্মীয় বক্তাদের আগমনের ক্ষেত্রে নিরাপত্তা ও কূটনৈতিক বিষয়গুলো বিবেচনায় রাখে স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয়।

Leave A Reply

বৈদেশিক কর্মসংস্থান, অভিবাস ও প্রবাস জীবন সংক্রান্ত অনলাইন নিউজ পোর্টাল।

যোগাযোগ

সিটি হার্ট শপিং কমপ্লেক্স (১১তম ফ্লো), রুম ১২/৮, ৬৭, নয়াপল্টন, ভিআইপি রোড, ঢাকা-১০০০, ফোন: +৮৮০ ১৫৩৩-১৯০৩৭১, ইমেইল: info@probashbulletin.com

Exit mobile version