বুধবার, ২০শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ | ৫ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

প্রকাশিত: রোববার, ২৮ সেপ্টেম্বর ২০২৫

পুরান ঢাকার চকবাজারে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য হাজি সেলিমের বাসায় অভিযান চালিয়েছে যৌথ বাহিনী। আজ রোববার সকাল ১১টার পর চকবাজারের দেবীদাস ঘাট লেনের ‘গুলশান আরা মাসুদ’ নামের ওই বাড়িতে এ অভিযান শুরু হয়।

তবে ঠিক কী কারণে এ অভিযান পরিচালিত হয়েছে, তা আনুষ্ঠানিকভাবে এখনো জানা যায়নি। এ বিষয়ে জানতে চাইলে পুলিশের লালবাগ বিভাগের উপকমিশনার মল্লিক আহসান উদ্দিন সাংবাদিকদের বলেন, “অভিযান সম্পর্কে বিস্তারিত আমি জানি না। তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুরোধে পুলিশ সহযোগিতা দিয়েছে।”

রাজনৈতিক প্রেক্ষাপট

  • গত বছরের ১ সেপ্টেম্বর গণ–অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর পুরান ঢাকার বংশাল এলাকা থেকে হাজি সেলিমকে গ্রেপ্তার করে পুলিশ।

  • ১৯৯৬ সালে ঢাকা–৮ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়নে প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হন তিনি।

  • ২০০১ সালে বিএনপির প্রয়াত নেতা নাসির উদ্দিন আহমেদের (পিন্টু) কাছে পরাজিত হওয়ার পরও তিনি রাজনৈতিকভাবে সক্রিয় থাকেন।

  • ২০১৪ সালে আওয়ামী লীগের মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ঢাকা–৭ আসন থেকে জয়ী হন এবং ২০১৮ সালে আবারও আওয়ামী লীগের টিকিটে সংসদ সদস্য নির্বাচিত হন।

  • দুর্নীতির মামলায় ১০ বছরের কারাদণ্ডে দণ্ডিত হওয়ায় তাঁর সাংসদ পদ নিয়ে প্রশ্ন ওঠে এবং তাঁকে কারাগারেও যেতে হয়। পরে জামিনে মুক্তি পান।

  • ২০২৪ সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি প্রার্থী হননি; তবে তাঁর ছেলে সোলায়মান মোহাম্মদ সেলিম আওয়ামী লীগের প্রার্থী হয়ে ঢাকা–৭ আসনে জয়ী হন। বর্তমানে তিনিও কারাগারে রয়েছেন।

চলমান পরিস্থিতি

যৌথ বাহিনীর অভিযানে কী পাওয়া গেছে কিংবা এ অভিযানের উদ্দেশ্য কী ছিল—তা নিয়ে এখনো কোনো সরকারি তথ্য পাওয়া যায়নি। অভিযান শেষে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

👉 প্রবাসীদের স্বার্থসংশ্লিষ্ট সর্বশেষ সংবাদ জানতে আমাদের সঙ্গে থাকুন।

Leave A Reply

বৈদেশিক কর্মসংস্থান, অভিবাস ও প্রবাস জীবন সংক্রান্ত অনলাইন নিউজ পোর্টাল।

যোগাযোগ

সিটি হার্ট শপিং কমপ্লেক্স (১১তম ফ্লো), রুম ১২/৮, ৬৭, নয়াপল্টন, ভিআইপি রোড, ঢাকা-১০০০, ফোন: +৮৮০ ১৫৩৩-১৯০৩৭১, ইমেইল: info@probashbulletin.com

Exit mobile version