মঙ্গলবার, ২৫শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ৯ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

প্রকাশিত: মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর ২০২৫

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ভোট কারচুপির অভিযোগ করেছে অদম্য ২৪ অপরাজেয় ৭১ প্যানেল। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দুপুর ২টা ৩০ মিনিটে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ জানানো হয়।

অভিযোগের মূল বক্তব্য

প্যানেলের সদস্যরা জানান—

  • এ পর্যন্ত চারটি কেন্দ্রে ভোট কারচুপির প্রমাণ পাওয়া গেছে।

  • একজন রিটার্নিং অফিসারকে অব্যাহতি দেওয়া হয়েছে, যা কারচুপির প্রমাণ বলে দাবি তাদের।

  • টিএসসি বুথে এক নারী ভোটার অভিযোগ করেছেন, বুথ থেকে বের হওয়ার পর তিনি দেখেন তার ভোটের সিগনেচার আগে থেকেই দেওয়া রয়েছে।

  • কিছু কেন্দ্রে আগে থেকেই ব্যালট পেপারে ভোট দিয়ে রাখা হয়েছে।

অদম্য ২৪ অপরাজেয় ৭১ প্যানেলের নেতারা বলেন,

“আমরা যদি স্পষ্ট প্রমাণ না দেখাই তবে অভিযোগ ভিত্তিহীন—এমন মন্তব্য করা হচ্ছে। অথচ বাস্তবে কারচুপি হয়েছে এবং একটি নির্দিষ্ট গোষ্ঠীকে ক্যাম্পাসে প্রতিষ্ঠিত করার জন্য এসব পাঁয়তারা চালানো হচ্ছে।”

দাবি ও প্রস্তাবনা

  • যেখানে যেখানে অনিয়ম হয়েছে সেসব কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত রাখতে হবে।

  • অভিযোগে সংশ্লিষ্ট প্রার্থীদের ভোট বাতিল করতে হবে।

  • প্রশাসন দ্রুত পদক্ষেপ নিয়ে সমস্যার সমাধান করবে—এমন প্রত্যাশা ব্যক্ত করেছেন তারা।

Leave A Reply

বৈদেশিক কর্মসংস্থান, অভিবাস ও প্রবাস জীবন সংক্রান্ত অনলাইন নিউজ পোর্টাল।

যোগাযোগ

সিটি হার্ট শপিং কমপ্লেক্স (১১তম ফ্লো), রুম ১২/৮, ৬৭, নয়াপল্টন, ভিআইপি রোড, ঢাকা-১০০০, ফোন: +৮৮০ ১৫৩৩-১৯০৩৭১, ইমেইল: info@probashbulletin.com

Exit mobile version