প্রকাশিত: মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর ২০২৫
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন উপলক্ষে রাজধানীর শাহবাগ, নীলক্ষেত, হাইকোর্টসহ গুরুত্বপূর্ণ ক্রসিংয়ে যানবাহন নিয়ন্ত্রণে বিশেষ নির্দেশনা দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
সোমবার (৮ সেপ্টেম্বর) ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
ডিএমপি’র নির্দেশনা অনুযায়ী—
-
শাহবাগ ক্রসিং
-
হাইকোর্ট ক্রসিং
-
নীলক্ষেত ক্রসিং
-
শহীদুল্লাহ হল ক্রসিং
-
পলাশী ক্রসিং
—এই এলাকাগুলোতে যানবাহন প্রবেশ নিয়ন্ত্রণে ডাইভারশন কার্যকর থাকবে।
গণবিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয় অভিমুখী যানবাহনগুলোকে বিকল্প সড়ক ব্যবহার করার জন্য অনুরোধ করা হচ্ছে। তবে অ্যাম্বুলেন্স ও জরুরি পরিষেবা এই নিয়ন্ত্রণের বাইরে থাকবে।
এ ছাড়া, আজকের (মঙ্গলবার) নির্বাচনকে কেন্দ্র করে উল্লিখিত ক্রসিং ও আশপাশের সড়ক যথাসম্ভব এড়িয়ে চলতে চালক ও যাত্রীদের প্রতি বিশেষ অনুরোধ জানিয়েছে ডিএমপি।
ডিএমপি জানিয়েছে, জননিরাপত্তা ও নির্বিঘ্নে ভোটগ্রহণের স্বার্থে এ পদক্ষেপ নেওয়া হয়েছে। একই সঙ্গে নির্বাচনকালীন সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে সবার সহযোগিতা কামনা করেছে পুলিশ প্রশাসন।