মঙ্গলবার, ১৯শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ | ৪ঠা নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

প্রকাশিত: রোববার, ২৮ সেপ্টেম্বর ২০২৫

খাগড়াছড়িতে পাহাড়ি এক কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের ঘটনায় প্রতিবাদের অংশ হিসেবে আজ রোববার সকাল থেকে ‘জুম্ম ছাত্র–জনতা’র ডাকে সড়ক অবরোধ চলছে। অবরোধের কারণে শহরের রাস্তাঘাট ফাঁকা, বন্ধ রয়েছে বেশির ভাগ দোকানপাট। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোড়ে মোড়ে অবস্থান নিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছে। শহরে সাত প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

অবরোধের প্রেক্ষাপট

এর আগে গতকাল শনিবার অবরোধ কর্মসূচিকে কেন্দ্র করে পাহাড়ি ও বাঙালিদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও ভাঙচুরের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রশাসন খাগড়াছড়ি সদর, পৌরসভা ও গুইমারা উপজেলায় অনির্দিষ্টকালের জন্য ১৪৪ ধারা জারি করে। তবে পাহাড়িদের অভিযোগ, ১৪৪ ধারা জারির মধ্যেও তাঁদের ওপর হামলা হয়েছে। এর প্রতিবাদে মধ্যরাতে চার দাবিতে অনির্দিষ্টকালের জন্য অবরোধ ঘোষণা করা হয়।

দাবিগুলো হলো

  • ধর্ষণের ঘটনায় জড়িত অন্য আসামিদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি

  • ‘জুম্ম ছাত্র–জনতা’র সমাবেশে হামলাকারীদের বিচার

  • আহত শিক্ষার্থীদের যথাযথ চিকিৎসা

  • হামলার ঘটনার বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন

পরিস্থিতি

  • অবরোধকারীরা উপজেলার বিভিন্ন সড়কে টায়ার জ্বালিয়ে ও গাছের গুঁড়ি ফেলে বিক্ষোভ করছেন।

  • সাজেক থেকে প্রায় ২,২০০ পর্যটককে নিরাপত্তা বাহিনীর পাহারায় খাগড়াছড়িতে আনা হয়েছে।

  • খাগড়াছড়ি সিভিল সার্জন জানিয়েছেন, গতকালের সংঘর্ষে ২৩ জন চিকিৎসা নিয়েছেন; এর মধ্যে ২১ জন ছাড়পত্র পেয়েছেন।

পুলিশ ও সংগঠনের বক্তব্য

‘জুম্ম ছাত্র–জনতা’র মুখপাত্র দ্বীপায়ন ত্রিপুরা বলেন, “সাধারণ জনগণের দাবিতেই অবরোধ চলছে। সাংবাদিক, অ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিসসহ জরুরি সেবার যানবাহন অব্যাহতি পাবে। আমরা শান্তিপূর্ণভাবে অবরোধ পালনের আহ্বান জানাচ্ছি।”

খাগড়াছড়ি সদর থানার ওসি মো. আবদুল বাতেন জানান, “বর্তমানে পরিস্থিতি শান্ত আছে। শহরে কোথাও পিকেটিং দেখা যায়নি।”

ধর্ষণ মামলা

গত মঙ্গলবার রাতে প্রাইভেট পড়ে ফেরার পথে এক কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ ওঠে। রাত ১১টার দিকে অচেতন অবস্থায় তাঁকে উদ্ধার করা হয়। ঘটনায় শয়ন শীল নামে একজনকে আটক করেছে পুলিশ। আদালত তাঁকে ছয় দিনের রিমান্ডে পাঠিয়েছে।

Leave A Reply

বৈদেশিক কর্মসংস্থান, অভিবাস ও প্রবাস জীবন সংক্রান্ত অনলাইন নিউজ পোর্টাল।

যোগাযোগ

সিটি হার্ট শপিং কমপ্লেক্স (১১তম ফ্লো), রুম ১২/৮, ৬৭, নয়াপল্টন, ভিআইপি রোড, ঢাকা-১০০০, ফোন: +৮৮০ ১৫৩৩-১৯০৩৭১, ইমেইল: info@probashbulletin.com

Exit mobile version