সোমবার, ১৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ | ১লা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

প্রকাশের সময়: বুধবার, ১২ নভেম্বর ২০২৫

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার চান্দুরায় গ্রামীণ ব্যাংকের একটি শাখায় জানালার কাচ ভেঙে পেট্রল ঢেলে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (১১ নভেম্বর) দিবাগত রাত ২টার দিকে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় ব্যাংকের আসবাবপত্র, গ্রাহকদের পাসকার্ড, গুরুত্বপূর্ণ নথি ও কাগজপত্র পুড়ে গেছে। তবে ব্যাংকের ভল্টে থাকা টাকা লুট হয়নি এবং বড় ধরনের কোনো ক্ষতি হয়নি বলে নিশ্চিত করেছে পুলিশ ও ব্যাংক কর্তৃপক্ষ।

গ্রামীণ ব্যাংকের চান্দুরা শাখার ব্যবস্থাপক কলিম উদ্দিন জানান,

“রাত ২টা ৫ মিনিটের দিকে বাইরে থেকে জানালার কাচ ভেঙে পেট্রল ঢেলে আগুন লাগানো হয়। নিরাপত্তা প্রহরী বিষয়টি টের পেয়ে আমাদের জানায়। ব্যাংকের ভেতরে গিয়ে দেখি আগুন জ্বলছে। স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। পরে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে আসে।”

তিনি আরও বলেন, ব্যাংকের পেছনে রান্নাঘরের পাশে একটি চেয়ার পাওয়া গেছে, যা ব্যবহার করে দুর্বৃত্তরা জানালায় পৌঁছে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেয় বলে ধারণা করা হচ্ছে। ঘটনাটির পর ব্যাংক কর্তৃপক্ষ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছে। বর্তমানে শাখার কার্যক্রম স্বাভাবিক রয়েছে।

বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সহিদুল ইসলাম বলেন,

“আগুনে ব্যাংকের কিছু নথি ও ঋণের কাগজপত্র পুড়ে গেছে। ঘটনাস্থলে কয়েল জ্বলতে দেখা গেছে। কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে, তা তদন্ত করে দেখা হচ্ছে।”

উল্লেখ্য, রাতের ওই আগুনে ব্যাংকের কোনো কর্মকর্তা বা কর্মচারী আহত হননি। পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাটিকে গুরুত্বের সঙ্গে তদন্ত করছে।

Leave A Reply

বৈদেশিক কর্মসংস্থান, অভিবাস ও প্রবাস জীবন সংক্রান্ত অনলাইন নিউজ পোর্টাল।

যোগাযোগ

সিটি হার্ট শপিং কমপ্লেক্স (১১তম ফ্লো), রুম ১২/৮, ৬৭, নয়াপল্টন, ভিআইপি রোড, ঢাকা-১০০০, ফোন: +৮৮০ ১৫৩৩-১৯০৩৭১, ইমেইল: info@probashbulletin.com

Exit mobile version