মঙ্গলবার, ১৯শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ | ৪ঠা নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

প্রকাশিত: সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫ | প্রযুক্তি ডেস্ক

বৈশ্বিক প্রযুক্তি ব্র্যান্ড অনার সম্প্রতি বাংলাদেশে স্মার্টফোন এক্সচেঞ্জ প্রোগ্রাম চালু করেছে। এই প্রোগ্রামের আওতায় যেকোনো ব্র্যান্ড ও যেকোনো মডেলের ব্যবহৃত স্মার্টফোন বদলে গ্রাহকেরা নতুন অনার ডিভাইস নিতে পারবেন।

এক্সচেঞ্জ প্রক্রিয়া

  • অনার অংশীদারিত্ব করেছে শীর্ষস্থানীয় ডিভাইস মূল্যায়ন ও আপগ্রেড সমাধানদাতা প্রতিষ্ঠান ফ্লিপার-এর সঙ্গে।

  • ফ্লিপার-এর মূল্যায়ন পদ্ধতি অনুযায়ী অনার ব্র্যান্ড স্টোরের কর্মীরা পুরাতন ফোনের বর্তমান বাজারমূল্য নির্ধারণ করবেন।

  • এই মূল্য নতুন অনার ডিভাইসের মূল দাম থেকে বিয়োগ করা হবে।

  • ফলে গ্রাহকেরা আরও সাশ্রয়ী মূল্যে নতুন অনার স্মার্টফোন কেনার সুযোগ পাবেন।

গ্রাহক সুবিধা

অনার বাংলাদেশ-এর হেড অব বিজনেস আবদুল্লাহ আল মামুন বলেন, “স্মার্টফোন বদলানোর সবচেয়ে বড় বাধা অর্থনৈতিক সামর্থ্য। আমাদের এই এক্সচেঞ্জ অফার গ্রাহকদের সেই বাধা দূর করবে। যেকোনো ব্র্যান্ডের স্মার্টফোন গ্রহণের মাধ্যমে আমরা গ্রাহকের সুবিধাকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছি।”

অফারের সুযোগ

  • এক্সচেঞ্জ প্রোগ্রামটি বর্তমানে বাংলাদেশের বাজারে থাকা সব অনার স্মার্টফোনের ক্ষেত্রেই প্রযোজ্য।

  • গ্রাহকেরা চাইলে কিস্তিতে মূল্য পরিশোধের সুবিধাও পাবেন।

  • বিভিন্ন আয়ের মানুষের জন্য ফোন কেনাকে সহজ করতে কিস্তি সুবিধাটি রাখা হয়েছে।

লক্ষ্য ও ভিশন

অনারের অন্যতম লক্ষ্য হলো আধুনিক এআই প্রযুক্তি সবার জন্য সহজলভ্য করা এবং প্রিমিয়াম স্মার্টফোন ফিচার সাশ্রয়ী দামে উপভোগ্য করে তোলা। এই এক্সচেঞ্জ প্রোগ্রাম অনার-এর সেই ধারাবাহিক প্রচেষ্টার অংশ।

যোগাযোগ

এক্সচেঞ্জ প্রোগ্রাম সম্পর্কিত আরও তথ্য জানতে বা নিকটস্থ অনার ব্র্যান্ড স্টোর খুঁজে পেতে গ্রাহকেরা অনার বাংলাদেশের অফিসিয়াল ওয়েবসাইটে থাকা স্টোর লোকেটর ব্যবহার করতে পারবেন।

Leave A Reply

বৈদেশিক কর্মসংস্থান, অভিবাস ও প্রবাস জীবন সংক্রান্ত অনলাইন নিউজ পোর্টাল।

যোগাযোগ

সিটি হার্ট শপিং কমপ্লেক্স (১১তম ফ্লো), রুম ১২/৮, ৬৭, নয়াপল্টন, ভিআইপি রোড, ঢাকা-১০০০, ফোন: +৮৮০ ১৫৩৩-১৯০৩৭১, ইমেইল: info@probashbulletin.com

Exit mobile version