শুক্রবার, ২১শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ৫ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

প্রকাশের তারিখ: সোমবার, ১ সেপ্টেম্বর ২০২৫

চীনের বন্দর শহর তিয়ানজিনে সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের (এসসিও) শীর্ষ সম্মেলনের আগে একান্ত আড্ডায় মেতে উঠেছেন ভারত, রাশিয়া ও চীনের রাষ্ট্রপ্রধান। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে সোমবার (১ সেপ্টেম্বর) সম্মেলনের আগে হাস্যোজ্জ্বল ও স্বতঃস্ফূর্ত পরিবেশে একসঙ্গে সময় কাটাতে দেখা গেছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল ছবি

  • নরেন্দ্র মোদি নিজেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি পোস্ট করেছেন।

  • এক ছবিতে দেখা যায়, মোদি কিছু বলছেন, তা মনোযোগ দিয়ে শুনছেন পুতিন ও শি।

  • আরেক ছবিতে মোদি ও পুতিন করমর্দন ও কোলাকুলি করছেন।

মোদি তার পোস্টে লিখেছেন, “পুতিনের সঙ্গে দেখা করা সবসময় আনন্দের।”

দ্বিপাক্ষিক বৈঠক ও তাৎপর্যপূর্ণ সময়কাল

সোমবার সকালের এসসিও সম্মেলনের পর মোদি–পুতিন দ্বিপাক্ষিক বৈঠকে বসবেন। বৈঠক শেষে মোদি দেশে ফিরবেন। তবে যুক্তরাষ্ট্র–ভারত বাণিজ্য উত্তেজনার সময় এই ঘনিষ্ঠতাকে আন্তর্জাতিক মহলে তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।

  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতের পণ্যের উপর ৫০% শুল্ক আরোপ করেছেন।

  • ওয়াশিংটনের দাবি, রাশিয়ার কাছ থেকে তেল কেনার কারণেই ভারতের উপর এই চাপ।

  • চীনের ওপর আপাতত কোনো বাড়তি শুল্ক আরোপ করা হয়নি।

ত্রিদেশীয় অক্ষ গঠনের আভাস?

তিন নেতার এই আন্তরিকতা ভবিষ্যতে ত্রিদেশীয় কোনো অক্ষ গঠনের ইঙ্গিত দিচ্ছে কি না—তা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে জল্পনা শুরু হয়েছে।

চীন–ভারত সম্পর্ক নিয়ে শি’র বার্তা

চীনের রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যম গ্লোবাল টাইমস জানিয়েছে, সম্মেলনের আগে বৈঠকে শি জিনপিং মোদিকে বলেছেন—

  • “চীন ও ভারত প্রতিদ্বন্দ্বী নয়, বরং সহযোগিতার অংশীদার।”

  • দুই দেশ একে অপরের কাছে হুমকি নয়, বরং উন্নয়নের সুযোগ।

📌 আন্তর্জাতিক কূটনৈতিক মহল এখন নজর রাখছে, এই সম্পর্ক আরও কতদূর অগ্রসর হয় এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে বিরূপ পরিস্থিতির মধ্যে ভারত, রাশিয়া ও চীনের অবস্থান কতটা ঘনিষ্ঠ হয়।

Leave A Reply

বৈদেশিক কর্মসংস্থান, অভিবাস ও প্রবাস জীবন সংক্রান্ত অনলাইন নিউজ পোর্টাল।

যোগাযোগ

সিটি হার্ট শপিং কমপ্লেক্স (১১তম ফ্লো), রুম ১২/৮, ৬৭, নয়াপল্টন, ভিআইপি রোড, ঢাকা-১০০০, ফোন: +৮৮০ ১৫৩৩-১৯০৩৭১, ইমেইল: info@probashbulletin.com

Exit mobile version