মঙ্গলবার, ২৫শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ৯ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

প্রকাশিত: ৮ সেপ্টেম্বর ২০২৫, ঢাকা

রাশিয়ার বিজ্ঞানীরা তৈরি করেছেন নতুন এক ক্যানসার ভ্যাকসিন, যার ট্রায়াল সফলভাবে সম্পন্ন হয়েছে। এখন এটি সব ধরনের রোগীর ক্ষেত্রে ব্যবহারের জন্য প্রস্তুত বলে ঘোষণা দিয়েছে দেশটির ফেডারেল মেডিকেল অ্যান্ড বায়োলজিক্যাল এজেন্সি (এফএমবিএ)। ভ্যাকসিনটির নাম ‘এন্টারোমিক্স’

ইস্টার্ন ইকোনমিক ফোরামে রোববার এফএমবিএ’র প্রধান ভেরোনিকা স্কভোর্টসোভা এ তথ্য জানান। খবর—তাস নিউজ।

কীভাবে কাজ করে এ ভ্যাকসিন?

ভ্যাকসিনটি দুর্বল ভাইরাস ব্যবহার না করে মানবদেহের কোষগুলোকে বিশেষ প্রোটিন তৈরিতে প্রশিক্ষণ দেয়। পরবর্তীতে শরীর এমন প্রোটিন উৎপাদন করে, যা ক্যানসার কোষ আক্রমণ করে ধ্বংস করতে সক্ষম।

ট্রায়ালের ফলাফল

  • একাধিক ডোজ দেওয়ার পরও ভ্যাকসিনটি সম্পূর্ণ নিরাপদ প্রমাণিত হয়েছে।

  • কিছু ক্ষেত্রে ক্যানসারের ধরনভেদে টিউমারের আকার ৬০ থেকে ৮০ শতাংশ পর্যন্ত ছোট হয়েছে অথবা টিউমারের বৃদ্ধি উল্লেখযোগ্যভাবে কমে গেছে।

  • গবেষকরা দেখেছেন, এ ভ্যাকসিন গ্রহণকারীদের বেঁচে থাকার সম্ভাবনাও অনেক বৃদ্ধি পেয়েছে

বিশ্ব স্বাস্থ্য খাতের বিশেষজ্ঞরা মনে করছেন, এ ভ্যাকসিন ক্যানসার চিকিৎসায় বৈপ্লবিক পরিবর্তন আনতে পারে। তবে বৃহৎ পরিসরে ব্যবহার শুরু হলে এর দীর্ঘমেয়াদি কার্যকারিতা ও ফলাফল স্পষ্ট হবে।

Leave A Reply

বৈদেশিক কর্মসংস্থান, অভিবাস ও প্রবাস জীবন সংক্রান্ত অনলাইন নিউজ পোর্টাল।

যোগাযোগ

সিটি হার্ট শপিং কমপ্লেক্স (১১তম ফ্লো), রুম ১২/৮, ৬৭, নয়াপল্টন, ভিআইপি রোড, ঢাকা-১০০০, ফোন: +৮৮০ ১৫৩৩-১৯০৩৭১, ইমেইল: info@probashbulletin.com

Exit mobile version