শুক্রবার, ৪ঠা আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ | ১৯শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

প্রকাশিত: ১৬ সেপ্টেম্বর ২০২৫, মঙ্গলবার

দোহা/তেল আবিব ■ কাতারে ইসরায়েলের হামলার পর প্রতিরক্ষা সহযোগিতা চুক্তি চূড়ান্ত করার প্রক্রিয়ায় রয়েছে কাতার ও মার্কিন যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) তেল আবিব থেকে দোহায় যাওয়ার সময় এ তথ্য জানান।

রুবিও বলেন, গত সপ্তাহে কাতারে ইসরায়েলের হামলার পর তিনি তেল আবিব সফর করেছেন এবং এরপর দোহার উদ্দেশে রওনা হয়েছেন। তিনি কাতারের মধ্যস্থতাকারী ভূমিকার প্রশংসা করে বলেন,

“একটি চুক্তি হওয়ার জন্য আমাদের হাতে সময় খুব কম। বিশ্বে কোনো দেশ যদি মধ্যস্থতা করতে পারে, তবে কাতারই একমাত্র সেই দেশ।”

ইসরায়েলের প্রতিক্রিয়া

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেন, হামাস নেতাদের ‘যেখানে থাকুক না কেন’ তাদের ওপর হামলার সম্ভাবনা উড়িয়ে দিচ্ছেন না। তবে, গত সপ্তাহে কাতারে ইসরায়েলের হামলার পর আরব ও মুসলিমপ্রধান রাষ্ট্রগুলোর প্রতিনিধিরা শীর্ষ সম্মেলনের মাধ্যমে কাতারকে সমর্থন জানিয়েছে।

কাতারের অবস্থান

কাতার ইসরায়েলি আক্রমণকে কাপুরুষোচিত ও বিশ্বাসঘাতকতা হিসেবে আখ্যা দিয়েছে। একই সঙ্গে দেশটি মিশর ও মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে মধ্যস্থতাকারী হিসেবে নিজেদের ভূমিকা থেকে বিরত থাকবে না বলেও জানিয়েছে।

রুবিও আরও বলেন, গাজা যুদ্ধে যুদ্ধবিরতিতে পৌঁছানোর জন্য ইসরায়েল এবং হামাসের মধ্যে মধ্যস্থতাকারী হিসেবে কাতারের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি আশা প্রকাশ করেন, কাতারের সহায়তায় দ্রুত একটি চুক্তি সম্পন্ন হবে।

সূত্র: রয়টার্স

Leave A Reply

বৈদেশিক কর্মসংস্থান, অভিবাস ও প্রবাস জীবন সংক্রান্ত অনলাইন নিউজ পোর্টাল।

যোগাযোগ

সিটি হার্ট শপিং কমপ্লেক্স (১১তম ফ্লো), রুম ১২/৮, ৬৭, নয়াপল্টন, ভিআইপি রোড, ঢাকা-১০০০, ফোন: +৮৮০ ১৫৩৩-১৯০৩৭১, ইমেইল: info@probashbulletin.com

Exit mobile version