প্রকাশিত: ২৫ আগস্ট ২০২৫
নিজস্ব প্রতিবেদক
বিএনপির সহআন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুমিন ফারহানার বিরুদ্ধে নির্বাচন কমিশনে (ইসি) লিখিত অভিযোগ দিয়েছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এর সিনিয়র যুগ্ম মুখ্য সংগঠক আতাউল্লাহ।
রবিবার (২৪ আগস্ট) নির্বাচন কমিশন সচিব বরাবর দাখিল করা অভিযোগপত্রে তিনি উল্লেখ করেন, ইসির শুনানিতে অংশ নিতে গেলে রুমিন ফারহানার নেতৃত্বে এনসিপি নেতাকর্মীদের ওপর হামলা চালানো হয়।
অভিযোগের বিবরণ
অভিযোগপত্রে আতাউল্লাহ লিখেছেন,
-
ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের সীমানা পুনর্নির্ধারণের সিদ্ধান্তের বিরুদ্ধে তিনি এলাকাবাসীর পক্ষ থেকে আপত্তি দাখিল করেন।
-
এর পর থেকেই রুমিন ফারহানার অনুসারীরা তাকে হুমকি দিতে থাকে।
-
২৪ আগস্টের শুনানিতে অংশ নিতে গেলে তাকে প্রথমে প্রবেশে বাধা দেওয়া হয়, পরে ঢুকতে পারলেও কমিশনের উপস্থিতিতে তার ওপর ও তার সঙ্গীদের ওপর হামলা চালানো হয়।
তিনি অভিযোগ করেন, “রুমিন ফারহানার সন্ত্রাসী বাহিনী আমিসহ আমার নির্বাচনী এলাকার নেতৃবৃন্দদের মারধর করে। যা বাংলাদেশের ইতিহাসে একটি কলঙ্কিত অধ্যায় হয়ে থাকবে।”
নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন
অভিযোগপত্রে তিনি আরও বলেন,
“ঘটনার সময় প্রধান নির্বাচন কমিশনারসহ অন্যান্য কমিশনারগণ মঞ্চে উপস্থিত থেকেও কোনো পদক্ষেপ নেননি। এ ঘটনা কমিশনের নিরপেক্ষতা ও সক্ষমতা নিয়ে গুরুতর প্রশ্ন তুলেছে।”
দাবির ভাষ্য
আতাউল্লাহ নির্বাচন কমিশনের কাছে দাবি জানান—
-
রুমিন ফারহানাসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে দ্রুত ফৌজদারি ব্যবস্থা গ্রহণ করা,
-
কমিশনকে সত্যিকারের জনগণের প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলা,
-
নিরপেক্ষতা বজায় রাখতে না পারলে পদত্যাগ করার আহ্বান।
তিনি বলেন, “প্রায় দুই হাজার শহীদ ও ৩০ হাজার আহত যোদ্ধার ত্যাগের বিনিময়ে নতুন বাংলাদেশ গঠনের সুযোগ পেয়েছি। অথচ বর্তমান কমিশনের অবস্থান সেই ত্যাগকে প্রশ্নবিদ্ধ করছে।”
👉 নির্বাচন কমিশন ও রাজনৈতিক দলগুলোর কার্যক্রম সংক্রান্ত সর্বশেষ খবর জানতে আমাদের সঙ্গে থাকুন।