বৃহস্পতিবার, ১লা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ | ১৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

মঙ্গলবার, ৪ নভেম্বর ২০২৫

আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ‘কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটি’ গঠন করেছে। দলটির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীকে কমিটির প্রধান এবং জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব তাসনিম জারাকে কমিটির সেক্রেটারি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

আজ মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এনসিপির পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৬ সালের জাতীয় নির্বাচনে অংশগ্রহণের লক্ষ্যে দলের সার্বিক প্রস্তুতি, প্রার্থী বাছাই, মাঠ পর্যায়ের সমন্বয়, আইনি ও প্রশাসনিক কার্যক্রম, মিডিয়া ও প্রচারণা, প্রশিক্ষণ ও মনিটরিং কার্যক্রম পরিচালনার জন্য এই কমিটি গঠন করা হয়েছে।

কমিটির সদস্যরা হলেন:
আরিফুল ইসলাম আদীব, মাহবুব আলম মাহির, খালেদ সাইফুল্লাহ, এহতেশাম হক, আব্দুল্লাহ আল আমিন, আলাউদ্দীন মোহাম্মদ, জহিরুল ইসলাম মুসা, হুমায়রা নূর, সাইফুল্লাহ হায়দার ও মো. তারিকুল ইসলাম।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আসন্ন জাতীয় নির্বাচনে অংশ নিতে এনসিপি সারাদেশে সাংগঠনিক কার্যক্রম জোরদার করছে এবং তৃণমূল পর্যায়ে প্রার্থী বাছাইয়ের প্রক্রিয়াও শুরু হয়েছে।

Leave A Reply

বৈদেশিক কর্মসংস্থান, অভিবাস ও প্রবাস জীবন সংক্রান্ত অনলাইন নিউজ পোর্টাল।

যোগাযোগ

সিটি হার্ট শপিং কমপ্লেক্স (১১তম ফ্লো), রুম ১২/৮, ৬৭, নয়াপল্টন, ভিআইপি রোড, ঢাকা-১০০০, ফোন: +৮৮০ ১৫৩৩-১৯০৩৭১, ইমেইল: info@probashbulletin.com

Exit mobile version