সোমবার, ১৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ | ১লা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

প্রকাশিত: শনিবার, ৮ নভেম্বর ২০২৫

রাজধানী ঢাকায় আগামী ১১ নভেম্বর গণভোটসহ পাঁচ দফা দাবিতে বিক্ষোভ সমাবেশকে সফল করার আহ্বান জানিয়েছেন আন্দোলনরত আট দলের নেতারা। তারা বলেছেন, অবিলম্বে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ জারি এবং জাতীয় নির্বাচনের পূর্বে গণভোট আয়োজন না হলে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

শনিবার (৮ নভেম্বর) দুপুরে জাগপা ঢাকা মহানগর কার্যালয়ে ৮ দলের লিয়াজোঁ কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন জাগপা সহসভাপতি ও মুখপাত্র রাশেদ প্রধান

বৈঠকে উপস্থিত ছিলেন—
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য আশরাফ আলী আকন্দ, বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব আতাউল্লাহ আমিন, সিনিয়র নায়েবে আমির সাখাওয়াত হোসাইন ও যুগ্ম মহাসচিব মোস্তাফিজুর রহমান ফয়সাল, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির মহাসচিব মুসা বিন ইজহার চৌধুরী ও সিনিয়র নায়েবে আমির আব্দুল মাজেদ আতাহারী, বাংলাদেশ খেলাফত আন্দোলনের মহাসচিব ইউসুফ সাদেক হাক্কানি ও নায়েবে আমির মুজিবুর রহমান হামিদী, জাগপার সাধারণ সম্পাদক অধ্যাপক ইকবাল হোসেন, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির স্থায়ী কমিটির সদস্য আবু নাসের নূর নবী জনি ও অর্থ সম্পাদক রিয়াজ হোসাইন

বৈঠকে নেতাদের বক্তব্য

নেতারা বলেন,

“আমরা আলোচনার আহ্বান জানিয়েছি বিএনপিসহ সব রাজনৈতিক দলকে। কিন্তু বিএনপি এখনো আলোচনায় বসতে রাজি নয়। দেশের স্বার্থে তারা যদি আহ্বান জানায়, আমরা অংশ নিতে প্রস্তুত। তবে গণভোটকে জাতীয় নির্বাচনের দিন পর্যন্ত ঠেলে দেওয়ার চেষ্টা ব্যর্থ হবে—গণভোট জাতীয় নির্বাচনের আগেই হতে হবে।”

তারা আরও জানান,

“জনগণের দাবি অগ্রাহ্য করা হলে ১১ নভেম্বরের জনসভা থেকেই ঘোষণা করা হবে আরও কঠোরতম কর্মসূচি।”

আন্দোলনরত দলগুলোর পাঁচ দফা দাবি

১. জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ অবিলম্বে জারি করা।
২. জাতীয় নির্বাচনের পূর্বে গণভোট আয়োজন।
৩. উভয় কক্ষে (উচ্চকক্ষসহ) পিআর পদ্ধতি চালু করা।
৪. অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের পরিবেশ নিশ্চিত করা।
৫. বিগত সরকারের দমন-পীড়ন, গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা এবং জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করা।

নেতারা জানান, এই দাবিগুলো জাতির স্বার্থে অপরিহার্য, এবং জনগণের অংশগ্রহণ ছাড়া গণতন্ত্র পুনর্গঠন সম্ভব নয়।

📌 উল্লেখ্য, আন্দোলনরত ৮ দল সম্প্রতি গণভোটের দাবিকে কেন্দ্র করে একযোগে মাঠে নামার ঘোষণা দিয়েছে। আসন্ন সমাবেশে রাজধানীতে ব্যাপক উপস্থিতির প্রস্তুতি চলছে বলে দলীয় সূত্র জানিয়েছে।

Leave A Reply

বৈদেশিক কর্মসংস্থান, অভিবাস ও প্রবাস জীবন সংক্রান্ত অনলাইন নিউজ পোর্টাল।

যোগাযোগ

সিটি হার্ট শপিং কমপ্লেক্স (১১তম ফ্লো), রুম ১২/৮, ৬৭, নয়াপল্টন, ভিআইপি রোড, ঢাকা-১০০০, ফোন: +৮৮০ ১৫৩৩-১৯০৩৭১, ইমেইল: info@probashbulletin.com

Exit mobile version