শনিবার, ১লা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ | ১৫ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

ব্যাংকঋণের সুদহার বাড়লেও ব্যবসায়ীদের উদ্বিগ্ন হওয়ার কিছু নেই বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর।

গভর্নর বলেন, ব্যবসায়ীরা মুনাফা করেই ব্যবসা করছেন। জানুয়ারি মাসের প্রতিবেদন পাওয়া গেলে সুদের হার বাড়ানোয় মূল্যস্ফীতির কী অবস্থা, তা জানা যাবে। এর ভিত্তিতে সুদের হার বাড়ানো হতে পারে, আবার না-ও হতে পারে। সাধারণত এ ক্ষেত্রে পরিস্থিতি উত্তরণে সারা বিশ্বে ১২ থেকে ১৮ মাস সময় লাগে। তাই এ বিষয়ে অধৈর্য হলে চলবে না।

বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর গতকাল বৃহস্পতিবার বিকেলে মৌলভীবাজারের জুড়ী উপজেলায় ব্যক্তিগত সফরে আসেন। এ সময় প্রথম আলোর সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।

দেশে অনেক দিন ধরেই উচ্চ মূল্যস্ফীতি। পরিস্থিতি নিয়ন্ত্রণে নীতি সুদহার বাড়ায় কেন্দ্রীয় সরকার। এতে ব্যাংকঋণের সুদহারও পাল্লা দিয়ে বেড়ে যায়। সুদ বেড়ে যাওয়ায় ব্যবসায়ীরা বলছেন, ১৫-১৬ শতাংশ সুদে ব্যবসা করে টিকে থাকা কঠিন হয়ে পড়ছে।

সুদের হার নিয়ে জানতে চাইলে গতকাল বাংলাদেশ ব্যাংকের গভর্নর বলেন, ‘মূল্যস্ফীতি, সুদের হার, বাজার চাহিদাসহ নানা বিষয়ের ওপর ভিত্তি করে ব্যবসা পরিচালনা করতে হয়। প্রতিটিকে অ্যাড্রেস করতে হবে। অর্থনীতি ভালো না হলে ব্যবসা হবে না।’ তিনি আরও বলেন, ‘ধাপে ধাপে সব নিয়ন্ত্রণ করতে হবে। ডলারের দাম বেড়ে গেছে। যদিও ডলারের বিপরীতে টাকার মান বর্তমানে স্থিতিশীল।’

বিশ্বে চালের দাম বাড়লেও বাংলাদেশ কম আছে বলে মন্তব্য করেন আহসান এইচ মনসুর। তিনি বলেন, ভারতে চালের উৎপাদন ভালো হয়েছে। তারা চাল রপ্তানি করলে দুই-চার টাকা কমে কেনা যাবে। আমাদের ১৯-২০ লাখ টন চাল আমদানি করতে হবে।

ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে ব্যাংক লুটপাটকারীদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হচ্ছে—এমন প্রশ্নের উত্তরে বাংলাদেশ ব্যাংকের গভর্নর বলেন, ‘মামলা করা হয়েছে। বিদেশেও মামলা করা হচ্ছে। তবে এ কাজ শুধু বাংলাদেশ ব্যাংকের একার নয়, সরকারের অন্য প্রতিষ্ঠানেরও ভূমিকা রয়েছে। ম্যানেজ (ব্যবস্থাপনা) করাটা কঠিন। এ ক্ষেত্রে যৌথ অনুসন্ধান দল গঠন করতে হবে। সমন্বয়টা বিরাট চ্যালেঞ্জ। এই প্রথম বিদেশিদের পরামর্শে কাজটা হচ্ছে। প্রধান উপদেষ্টাও আন্তর্জাতিক পর্যায়ে এ নিয়ে আলোচনা করেছেন।’

গভর্নর আহসান এইচ মনসুর বলেন, দুর্বল ব্যাংকগুলোকে উদ্ধার করা হবে। এ ক্ষেত্রে আমানতকারীদের স্বার্থকে তাঁরা বড় করে দেখছেন বলেও জানান তিনি।

Leave A Reply

বৈদেশিক কর্মসংস্থান, অভিবাস ও প্রবাস জীবন সংক্রান্ত অনলাইন নিউজ পোর্টাল।

যোগাযোগ

সিটি হার্ট শপিং কমপ্লেক্স (১১তম ফ্লো), রুম ১২/৮, ৬৭, নয়াপল্টন, ভিআইপি রোড, ঢাকা-১০০০, ফোন: +৮৮০ ১৫৩৩-১৯০৩৭১, ইমেইল: info@probashbulletin.com

Exit mobile version