সোমবার, ২৭শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ | ১১ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ

প্রকাশিত: ১০ আগস্ট ২০২৫

নিজস্ব প্রতিবেদক

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ‘শূন্য রিটার্ন দাখিল’ সংক্রান্ত প্রচারণাকে ভুল ধারণাভিত্তিক ও বিভ্রান্তিকর বলে আখ্যা দিয়েছে। সংস্থাটি জানিয়েছে, শূন্য রিটার্ন দাখিল আইনত দণ্ডনীয় অপরাধ এবং এ বিষয়ে কঠোর অবস্থান নেওয়া হয়েছে।

রোববার (১০ আগস্ট) এনবিআরের জারি করা এক নির্দেশনায় বলা হয়— কিছু ব্যক্তি সামাজিক মাধ্যমে প্রচার করছেন যে, রিটার্নের সব ঘর শূন্য পূরণ করলেই তা দাখিল করা যাবে। অথচ আয়কর আইন ২০২৩-এ ‘জিরো রিটার্ন’ নামে কোনো বিধান নেই। করদাতাকে রিটার্নে প্রকৃত আয়, ব্যয়, সম্পদ ও দায় উল্লেখ করতে হবে।

নির্দেশনায় আরও উল্লেখ করা হয়—

  • করযোগ্য আয় না থাকলে কর দিতে হবে না, তবে তথ্য সঠিক হতে হবে।

  • রিটার্নে মিথ্যা তথ্য দিলে আয়কর আইন অনুযায়ী সর্বোচ্চ ৫ বছরের কারাদণ্ড হতে পারে।

এনবিআর চেয়ারম্যানের বক্তব্য

শনিবার (৯ আগস্ট) ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএমএবি)-এর এক অনুষ্ঠানে এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমান খান বলেন, “আয়কর আইনে জিরো বা শূন্য রিটার্ন কনসেপ্ট নেই। এটি এক্সট্রেমলি ডেঞ্জারাস। করদাতা যা ঘোষণা করেন, সেটিই তার বক্তব্য। যদি তা মিথ্যা হয়, আইন অনুযায়ী পাঁচ বছরের জেলের বিধান আছে।”

চেয়ারম্যান জানান, শূন্য রিটার্ন বিষয়ে ভুল ধারণা দূর করতে এনবিআর থেকে আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি জারি করা হবে, যা ইতোমধ্যে প্রকাশ করা হয়েছে।

সমাপনী মন্তব্য
এনবিআরের এই কঠোর অবস্থান করদাতাদের রিটার্ন দাখিলে সতর্কতা ও স্বচ্ছতা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

Leave A Reply

বৈদেশিক কর্মসংস্থান, অভিবাস ও প্রবাস জীবন সংক্রান্ত অনলাইন নিউজ পোর্টাল।

যোগাযোগ

সিটি হার্ট শপিং কমপ্লেক্স (১১তম ফ্লো), রুম ১২/৮, ৬৭, নয়াপল্টন, ভিআইপি রোড, ঢাকা-১০০০, ফোন: +৮৮০ ১৫৩৩-১৯০৩৭১, ইমেইল: info@probashbulletin.com

Exit mobile version