অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হওয়ার পর প্রথমবারের মতো নিজ এলাকা লক্ষ্মীপুরের রামগঞ্জে এলেন মাহফুজ আলম। আজ শনিবার বিকেল পাঁচটার দিকে রামগঞ্জ সরকারি কলেজ মাঠে তাঁকে গণসংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানস্থলে তাঁকে দেখতে স্থানীয় বাসিন্দাদের ঢল নামে।
মাহফুজ আলমের বাড়ি রামগঞ্জ উপজেলার ইছাপুর ইউনিয়নে। আজ বেলা দুইটার দিকে সড়কপথে রামগঞ্জে এসে পৌঁছান তিনি। এরপর জেলা পরিষদের ডাকবাংলোতে অবস্থান করেন। বিকেল চারটার দিকে সংবর্ধনাস্থল রামগঞ্জ কলেজ মাঠে উপস্থিত হন।
‘রামগঞ্জ উপজেলার সর্বস্তরের জনগণ’–এর ব্যানারে আয়োজিত এ গণসংবর্ধনা অনুষ্ঠানে মাহফুজ আলম যোগ দেওয়ার আগেই মাঠটি লোকজনে পরিপূর্ণ হয়ে যায়। তবে বিএনপির স্থানীয় নেতাদের সংবর্ধনাস্থলে দেখা যায়নি।
অনুষ্ঠানে মাহফুজ আলম বলেন, ‘আওয়ামী লীগের ফ্যাসিবাদের নির্বাচন করতে দেওয়া হবে না। হাসিনার প্রতিষ্ঠানগুলোতে যে দালালেরা রয়েছে, তাদের উৎখাতের পর নির্বাচনের দিকে আগাতে হবে। হাসিনা যে প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে দিয়েছে, সেগুলোর সংস্কার কার্যক্রম শেষ হওয়ার পর নির্বাচন কার্যক্রম শুরু হবে।’
মাহফুজ আলম বলেন, ‘আমরা দেখতে পেলাম, আওয়ামী লীগের প্রেতাত্মারা বিলীন হয়ে যায়নি। আওয়ামী লীগ দিল্লির কোলে আশ্রয় নিয়ে আবারও চোখ রাঙাতে চায়, আমরা কি বসে থাকব। আমরা আর বসে থাকব না। আমরা শহীদের পথ অনুসরণ করে আবারও লড়াই করব।’
বিএনপির নেতাদের ইঙ্গিত করে উপদেষ্টা মাহফুজ আলম বলেন, মঞ্চে বিএনপির নেতারা নেই। তাঁরা উপস্থিত থাকলে অনেক ভালো হতো। তিনি আরও বলেন, আওয়ামী লীগের আমলে দেশের মানুষ গুম, খুন, ধর্ষণের শিকার হয়েছেন। এমনকি বাচ্চারা গুমের শিকার হয়েছে। বিএনপি–জামায়াত থেকে শুরু করে অনেক মানুষ পঙ্গু হয়েছেন।
অনেকগুলো কমিশন সংস্কারের জন্য করা হয়েছে জানিয়ে মাহফুজ আলম বলেন, শিগগিরই রাজনৈতিক নেতাদের সঙ্গে আলোচনা করা হবে। যে সংস্কার না করলেই নয়, সেটি করা হবে। রামগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ দিদারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন জুলাই-আগস্ট আন্দোলনে আহত শাহ মোহাম্মদ সাগর, আবু বকর, জেলা জামায়াতে ইসলামের শুরা সদস্য আমিনুল ইসলাম, রামগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামের আমির নাজমুল ইসলাম পাটোয়ারী প্রমুখ।
সংবর্ধনা অনুষ্ঠানের পর সন্ধ্যায় জুলাই-আগস্ট আন্দোলনে নিহত ব্যক্তিদের পরিবার ও আহত ব্যক্তিদের সঙ্গে উপজেলা পরিষদ মিলনায়তনে মতবিনিময় সভা করেন তিনি। রাতেই তিনি সড়কপথে ঢাকার উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে।