শনিবার, ১লা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ | ১৫ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

ভারত ও ইংল্যান্ডের কোনো প্রতিনিধিই ছিল না বর্ষসেরা ওয়ানডে দলে। তবে বছরের সেরা টেস্ট দলে এই দুই দেশের ক্রিকেটারদেরই আধিপত্য। আছেন ৭ জন। বর্ষসেরা টেস্ট দলে নিউজিল্যান্ডের আছেন দুজন, অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কার একজন করে। আজ টেস্টের সেরা একাদশ ঘোষণা করেছে আইসিসি।

টেস্ট দলের অধিনায়কত্বের দায়িত্বে অস্ট্রেলিয়ার প্যাট কামিন্স। যদিও তাঁর জন্য এটি নতুন কিছু নয়। আগের বছরও বর্ষসেরা টেস্ট দলের অধিনায়ক ছিলেন তিনি।

২০২৪ সালে কামিন্স অধিনায়ক হিসেবে ওয়েস্ট ইন্ডিজ, নিউজিল্যান্ড ও ভারতের বিপক্ষে সিরিজ জয়ে নেতৃত্ব দিয়েছেন। ব্যাট–বল হাতেও দারুণ পারফরম্যান্সই করেছেন কামিন্স। নিয়েছেন ৩৭ উইকেট, ব্যাট হাতে লোয়ার অর্ডারে নেমে ২৩.৫৩ গড়ে করেছেন ৩০৬ রান।

বর্ষসেরা টেস্ট দল:
যশস্বী জয়সোয়াল, বেন ডাকেট, কেইন উইলিয়ামসন, জো রুট, হ্যারি ব্রুক, কামিন্দু মেন্ডিস, জেমস স্মিথ, রবীন্দ্র জাদেজা, প্যাট কামিন্স (অধিনায়ক), ম্যাট হেনরি ও যশপ্রীত বুমরা।
২০২৪ সালে টেস্টে সর্বোচ্চ রান ছিল জো রুটের (১৫৫৬)। তালিকায় এর পরের দুটো নাম দুই বাঁহাতি ওপেনার যশস্বী জয়সোয়াল (১৪৭৮) ও বেন ডাকেটের (১১৪৯)। এই তিনজনই আছেন বর্ষসেরা টেস্ট দলে। ওপেনার হিসেবেই থাকছেন জয়সোয়াল ও ডাকেট। রুট আছেন ৪ নম্বর পজিশনে।

আইসিসির করা তালিকা অনুযায়ী তিন নম্বরে খেলবেন নিউজিল্যান্ডের কেইন উইলিয়ামসন। বছরটাতে চোটের সঙ্গে লড়তে হয়েছে উইলিয়ামসনকে। এরপরও প্রায় ৬০ গড়ে রান করেছেন ১০১৩। মিডল অর্ডার ব্যাটসম্যান হিসেবে থাকবেন হ্যারি ব্রুক, কামিন্দু মেন্ডিস ও জেমি স্মিথ। মাত্র ২৫ বছর বয়সেই ইংল্যান্ড টেস্ট দলের তারকা বনে গেছেন ব্রুক। তাঁর ব্যাটে এসেছে গত বছরের চতুর্থ সর্বোচ্চ ১১০০ রান।

গড়ের দিক থেকে কামিন্দু ছাড়িয়ে গেছেন সবাইকে। প্রায় ৭৫ গড়ে ব্যাটিং করেছেন শ্রীলঙ্কার এই ব্যাটসম্যান। সেঞ্চুরি করেছেন ৫টি। গত বছর টেস্টে তাঁর চেয়ে বেশি সেঞ্চুরি করেছেন শুধু রুট—৬টি।

ইংল্যান্ডের স্মিথের টেস্ট অভিষেকই হয়েছে ২০২৪ সালে। জুলাইয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচ দিয়ে অভিষেক হওয়া এই উইকেটকিপার–ব্যাটসম্যান গুরুত্বপূর্ণ সময়ে ইংল্যান্ডকে বেশ কয়েকবার বাঁচিয়েছেন। ৪২.৪৬ গড়ে রান করেছেন ৬৩৭। উইকেটের পেছন থেকে করেছেন ৩২ ডিসমিসালস।

একমাত্র স্পিন বোলিং অলরাউন্ডার হিসেবে আছেন রবীন্দ্র জাদেজা। ৫২৭ রান ৪৮ উইকেট—তাকে না নিয়ে আর উপায় কী! কামিন্সের সঙ্গে পেস বোলার হিসেবে থাকছেন ম্যাট হেনরি ও যশপ্রীত বুমরা। নিউজিল্যান্ডের হেনরি গত বছর উইকেট নিয়েছেন ৪৮টি, যা বছরের চতুর্থ সর্বোচ্চ। বুমরার কি পরিসংখ্যান বলতে হবে? বলেই দেওয়া যাক। ৭১ উইকেট নিয়েছেন; যা বছরের সর্বোচ্চ।

Leave A Reply

বৈদেশিক কর্মসংস্থান, অভিবাস ও প্রবাস জীবন সংক্রান্ত অনলাইন নিউজ পোর্টাল।

যোগাযোগ

সিটি হার্ট শপিং কমপ্লেক্স (১১তম ফ্লো), রুম ১২/৮, ৬৭, নয়াপল্টন, ভিআইপি রোড, ঢাকা-১০০০, ফোন: +৮৮০ ১৫৩৩-১৯০৩৭১, ইমেইল: info@probashbulletin.com

Exit mobile version