শনিবার, ১লা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ | ১৫ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

গল্পের আগা-মাথা নেই, অভিনয় তথৈবচ। চিত্রনাট্যের মা-বাপ নেই, যখন যা খুশি, হয়ে যাচ্ছে। এমন যেকোনো সিনেমা দেখার পর মুখ ফসকে বেরিয়ে যায়, ‘এ তো সস্তা বাংলা সিনেমা’।

বাংলা তো বটেই, অনেক দক্ষিণি বা বলিউডি সিনেমা দেখেও এমন মন্তব্য করা দর্শকের সংখ্যা কম নয়। তবে বাংলার চেয়ে বাজেটে কয়েক গুণ এগিয়ে থাকা ফরাসি সিনেমা দেখেও যে বহুল চর্চিত কথাটি কথা মনে আসবে, কে জানত! তা–ও আবার নেটফ্লিক্সের অ-ইংরেজিভাষী সিনেমার বৈশ্বিক তালিকার শীর্ষে আছে ছবিটি!

হচ্ছিল ‘অ্যাড ভিতাম’-এর কথা। ১০ জানুয়ারি নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে ছবিটি। অ্যাকশন থ্রিলার ঘরানার সিনেমা, দৈর্ঘ্যও বেশি নয়। এই সিনেমায় ‘গভীর’ কিছু থাকবে না, সেটা জানা কথাই। তবে হলিউডের চেনা ছকের বাইরে অন্য রকম থ্রিলার দেখার আশা নিয়েই দেখতে বসা। কিন্তু পরিচালক বলা যায় ‘শিক্ষা’ দিয়ে ছেড়েছেন।

ছবিটি বানিয়েছেন রোডলফি লাউগা, প্রধান চরিত্রে ফ্রাঙ্ক হিসেবে পর্দায় দেখা গেছে গিওম ক্যানেকে। গল্প সেই চর্বিতচর্বণ। অনাকাঙ্ক্ষিত এক ঘটনার জেরে নিরাপত্তা রক্ষাকারী বাহিনী থেকে চাকরি হারান ফ্রাঙ্ক। তিনি জানতেন না, তাঁর চাকরি খোয়ানোর পেছনে আছে কুখ্যাত এক অপরাধী দল, যাদের হাত ‘অনেক লম্বা’। তবে ঘটনাচক্রে অপরাধীদের একটা মোক্ষম প্রমাণ এসে পড়ে ফ্রাঙ্কের হাতে। সেটি হাতিয়ে নিতে ফ্রাঙ্কের অন্তঃসত্ত্বা স্ত্রীকে অপহরণ করে অপরাধী চক্র। এই ধাঁচের গল্প নিয়ে সারা দুনিয়ায় যে কত সিনেমা হয়েছে, সেটা বোধ হয় গুনে বের করাও কঠিন হবে। সংখ্যাটা এতই বেশি।

গল্প না হয় সাদামাটা, চিত্রনাট্যেও কোনো চমক নেই; না আছে কোনো বুদ্ধিদীপ্ত গল্পের মোচর। সেটাও না হয় বাদ দেওয়া গেল, টান টান কোনো ধাওয়ার দৃশ্য, রোমাঞ্চকর অ্যাকশন দৃশ্য তো থাকবে। সেসবের কিছুই নেই, আছে ছাদে ধাওয়ার একটা দৃশ্য, যেটাও আবার গড়পড়তা। সব মিলিয়ে এ ছবিতে মনে রাখার মতো কিছু নেই। আজকাল নির্মাতারা থ্রিলারে পারিবারিক আবেগ-ভালোবাসা মিশিয়ে ভিন্ন মাত্রা আনার চেষ্টা করেন। এ ছবিতে সেটাও নেই। নায়কের সঙ্গে অন্তঃসত্ত্বা স্ত্রীর রসায়ন দেখানোর চেষ্টা করেছেন নির্মাতা, সেটাও বৃথা চেষ্টা।

নির্মাতা হয়তো ‘জেমস বন্ড’, ‘মিশন: ইমপসিবল’-এর মতো কিছু একটা বানানোর চেষ্টা করেছেন, কিন্তু সেটা হয়ে গেছে ‘সস্তা বাংলা সিনেমা’।

‘অ্যাড ভিতাম’-এর আক্ষরিক বাংলা করলে হয় ‘জীবনের জন্য’। পরিবারের জন্য একজন মানুষ কতটা মরিয়া হতে পারেন, সেটাই হয়তো দেখাতে চেয়েছেন নির্মাতা। সে চেষ্টায় তিনি যে সর্বতোভাবে ব্যর্থ হয়েছেন বলাই বাহুল্য।

Leave A Reply

বৈদেশিক কর্মসংস্থান, অভিবাস ও প্রবাস জীবন সংক্রান্ত অনলাইন নিউজ পোর্টাল।

যোগাযোগ

সিটি হার্ট শপিং কমপ্লেক্স (১১তম ফ্লো), রুম ১২/৮, ৬৭, নয়াপল্টন, ভিআইপি রোড, ঢাকা-১০০০, ফোন: +৮৮০ ১৫৩৩-১৯০৩৭১, ইমেইল: info@probashbulletin.com

Exit mobile version