সোমবার, ১৫ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ | ২৮শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

আইটেম গানে ফের আলোচনায় এলেন বলিউড অভিনেত্রী তামান্না ভাটিয়া। এবার তাঁকে দেখা যাবে বহুল প্রতীক্ষিত অ্যাকশনধর্মী সিনেমা ‘রেইড-২’-এর ‘নাশা’ গানে। সিনেমাটির ট্রেলার প্রকাশের পর থেকেই গানটির একটি ভিডিও ক্লিপ সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে, যা এখন রীতিমতো ভাইরাল।

ক্লিপটিতে দেখা যায়, সোনালি ঝলমলে পোশাকে ক্যামেরার সামনে পোজ দিচ্ছেন তামান্না, চুল উড়ছে বাতাসে, পেছনে রয়েছেন ব্যাকগ্রাউন্ড ড্যান্সাররা। এই দৃশ্যই দর্শকের আগ্রহ বাড়িয়ে দিয়েছে বহুগুণ।

নির্মাতারা জানিয়েছেন, দর্শকের কৌতূহলকে মাথায় রেখে আগামীকাল আনুষ্ঠানিকভাবে মুক্তি পাবে গানটি। তাদের দাবি, ‘নাশা’ গানটি তামান্নার আগের সব আইটেম গানের রেকর্ড ভেঙে দেবে।

এর আগে ‘জেলার’ সিনেমার ‘কাভালা’ গান দিয়ে তামান্না ব্যাপক সাড়া ফেলেছিলেন। দর্শকদের মাঝে তখন থেকেই তাঁকে ‘ড্যান্স ডিভা’ হিসেবে দেখা শুরু হয়। সেই ধারাবাহিকতায় ‘আচাচো’ (আরনমানাই-৪), ‘সুইং জারা’ (জয় লাভা কুশা), ও ‘আজ কি রাত’ (স্ত্রী-২) গানগুলোতেও পারফর্ম করেছেন তিনি এবং প্রতিটি গানই জনপ্রিয়তা পেয়েছে।

নতুন গান ‘নাশা’ নিয়ে বলিউডের অনেকেই বলছেন, তামান্নার ক্যারিয়ারে এটি হতে যাচ্ছে আরেকটি মাইলফলক। একাধিক নির্মাতা ইতিমধ্যেই তাঁকে নিয়ে ভবিষ্যতের প্রজেক্টে ভাবছেন শুধুমাত্র আইটেম গান ও বিশেষ পারফরম্যান্সের জন্য।

তামান্না ভাটিয়া নিজেও আগেই এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, “নাচ আমার প্রাণ, ক্যামেরার সামনে পারফর্ম করতে সব সময় ভালোবাসি।” ‘নাশা’ গানেও সেই ভালোবাসার প্রতিফলন দেখার অপেক্ষায় দর্শক।

Leave A Reply

বৈদেশিক কর্মসংস্থান, অভিবাস ও প্রবাস জীবন সংক্রান্ত অনলাইন নিউজ পোর্টাল।

যোগাযোগ

সিটি হার্ট শপিং কমপ্লেক্স (১১তম ফ্লো), রুম ১২/৮, ৬৭, নয়াপল্টন, ভিআইপি রোড, ঢাকা-১০০০, ফোন: +৮৮০ ১৫৩৩-১৯০৩৭১, ইমেইল: info@probashbulletin.com

Exit mobile version