দেশের ওপর দিয়ে বয়ে যাওয়া মৌসুমের স্বাভাবিক লঘুচাপের প্রভাবে রাজধানী ঢাকাসহ দেশের সব বিভাগে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে কিছু এলাকায় শিলাবৃষ্টিও হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
সোমবার (১৫ এপ্রিল) সন্ধ্যা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়া পূর্বাভাসে জানানো হয়, দেশের প্রায় সব বিভাগেই দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া কিছু এলাকায় শিলাবৃষ্টির আশঙ্কাও রয়েছে।
আবহাওয়া অফিস জানিয়েছে, মৌসুমের স্বাভাবিক লঘুচাপ বর্তমানে দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর একটি বর্ধিত অংশ ভারতের পশ্চিমবঙ্গ ও এর কাছাকাছি এলাকাজুড়ে বিস্তৃত রয়েছে।
এছাড়াও দেশের বিভিন্ন অঞ্চলের ওপর দিয়ে বয়ে যাওয়া মৃদু তাপপ্রবাহ—বিশেষ করে চট্টগ্রামের সন্দ্বীপ ও সীতাকুণ্ড, ঢাকা, টাঙ্গাইল, নারায়ণগঞ্জ, মাদারীপুর, মৌলভীবাজার, রাঙামাটি, কুমিল্লা, চাঁদপুর, ফেনী, খুলনা, বাগেরহাট এবং পটুয়াখালী জেলার কিছু জায়গায়—প্রশমিত হতে পারে বলে জানানো হয়েছে।
পূর্বাভাস অনুযায়ী, শনিবার (১৯ এপ্রিল) পর্যন্ত বজ্রবৃষ্টি ও দমকা হাওয়ার এই ধারা অব্যাহত থাকতে পারে। এর মধ্যে বৃহস্পতিবার (১৭ এপ্রিল) পর্যন্ত দেশের কিছু স্থানে বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টিরও সম্ভাবনা রয়েছে।
তবে বর্ধিত ৫ দিনের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, সপ্তাহের শেষে বৃষ্টিপাতের প্রবণতা কমে যেতে পারে এবং তাপমাত্রা আবারও বাড়তে পারে।
আবহাওয়া পরিস্থিতি সম্পর্কে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে অধিদপ্তর। বাইরে চলাফেরার সময় সঙ্গে ছাতা রাখার পাশাপাশি বজ্রপাতের সময় নিরাপদ আশ্রয়ে যাওয়ারও আহ্বান জানানো হয়েছে।