মঙ্গলবার, ১৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ | ২৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

বিনোদন প্রতিবেদক | ২০ এপ্রিল ২০২৫, শনিবার

এ বছরের ঈদুল ফিতরে মুক্তিপ্রাপ্ত ঢালিউডের শীর্ষ তারকা শাকিব খান অভিনীত ‘বরবাদ’ সিনেমা প্রেক্ষাগৃহে দারুণ সাড়া ফেলেছে। মুক্তির প্রথম ২০ দিনেই সিনেমাটি টিকিট বিক্রি করেছে ৫০ কোটি ৮২ লাখ টাকার। এই তথ্য জানিয়েছে ছবির প্রযোজনা প্রতিষ্ঠান রিয়েল এনার্জি প্রডাকশন

শনিবার সন্ধ্যায় এক ফেসবুক পোস্টে প্রতিষ্ঠানটি জানায়, ঈদের অন্যতম আলোচিত ও প্রতীক্ষিত সিনেমা ‘বরবাদ’ দেশের প্রায় সব বড় সিনেমা হলে একচেটিয়া প্রদর্শিত হচ্ছে এবং প্রতিদিনই বাড়ছে দর্শকের আগ্রহ ও টিকিট বিক্রি

১০০ কোটির ক্লাবের দিকে ধাবিত ‘বরবাদ’?

প্রযোজকের দাবি, বর্তমান প্রবণতা অব্যাহত থাকলে ‘বরবাদ’ ১০০ কোটির ক্লাবে প্রবেশে সক্ষম হবে। ওটিটি প্ল্যাটফর্ম থেকে আসবে বড় অঙ্কের আয়, এছাড়া প্রেক্ষাগৃহে চলবে আরও কিছু সপ্তাহ—সব মিলিয়ে আয়ের গ্রাফ আরও ঊর্ধ্বমুখী হবে বলেই আশাবাদ ব্যক্ত করছেন সংশ্লিষ্টরা।

শাকিব-ইধিকা জুটির সাফল্য

পরিচালক মেহেদী হাসান হৃদয় নির্মিত এই ছবিতে শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন ওপার বাংলার অভিনেত্রী ইধিকা পাল। ছবিতে আরও রয়েছেন জনপ্রিয় অভিনেতা মিশা সওদাগর, ফজলুর রহমান বাবু, শহীদুজ্জামান সেলিম, যীশু সেনগুপ্তশ্যাম ভট্টাচার্য

এছাড়া, ছবির একটি আইটেম গানে পারফর্ম করেছেন টলিউড তারকা নুসরাত জাহান, যা সিনেমাটির বাণিজ্যিক সফলতায় ভূমিকা রেখেছে বলে মত বিশ্লেষকদের।

‘বরবাদ’ সিনেমার প্রেক্ষাপট ও গ্রহণযোগ্যতা

এ্যাকশন-ড্রামা ঘরানার এই চলচ্চিত্রটি সমাজের বিদ্যমান অসংগতিকে তুলে ধরে, যেখানে একজন তরুণের প্রতিবাদ এবং প্রতিশোধের গল্প রূপ পেয়েছে বড় পর্দায়। শাকিব খানের অনবদ্য অভিনয় ও ইধিকার স্বতঃস্ফূর্ত উপস্থিতি দর্শকদের প্রশংসা কুড়িয়েছে।

ঈদের একচেটিয়া বাজারে ‘বরবাদ’-এর আধিপত্য

এবারের ঈদে মুক্তিপ্রাপ্ত অন্যান্য সিনেমাগুলোর তুলনায় ‘বরবাদ’-এর দাপট ছিল স্পষ্ট, ঢাকার পাশাপাশি চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, সিলেটসহ দেশের প্রায় সব শহরে হাউসফুল শো চলেছে প্রথম সপ্তাহজুড়ে।

Leave A Reply

বৈদেশিক কর্মসংস্থান, অভিবাস ও প্রবাস জীবন সংক্রান্ত অনলাইন নিউজ পোর্টাল।

যোগাযোগ

সিটি হার্ট শপিং কমপ্লেক্স (১১তম ফ্লো), রুম ১২/৮, ৬৭, নয়াপল্টন, ভিআইপি রোড, ঢাকা-১০০০, ফোন: +৮৮০ ১৫৩৩-১৯০৩৭১, ইমেইল: info@probashbulletin.com

Exit mobile version