মঙ্গলবার, ১৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ | ২৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

স্টাফ রিপোর্টার | প্রবাস বুলেটিন
ঢাকা, ২৩ এপ্রিল ২০২৫

বর্তমান সময়ের সোশ্যাল মিডিয়া সেনসেশন সুমাইয়া রিমু এবার সরাসরি জানালেন তাঁর বড় পর্দায় কাজের স্বপ্ন এবং সে স্বপ্নের কেন্দ্রবিন্দুতে আছেন ঢাকাই চলচ্চিত্রের সুপারস্টার শাকিব খান।

সম্প্রতি এক গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে সুমাইয়া রিমু বলেন, “আমার মনে হয় শাকিব খানের সঙ্গে পারফেক্ট নায়িকা হিসেবে একমাত্র আমিই মানানসই। এই কারণে সাধারণ মানুষও আমাকে এই খেতাব দিয়েছে।”

তিনি যোগ করেন, “আমি নিজেকে কখনো পারফেক্ট বলি না। কিন্তু আমার স্বপ্ন একটাই—শাকিব খানের সঙ্গে সিনেমা করা। এর জন্য অনেক ভালো নাটকে কাজের প্রস্তাব পেয়েছি, কিন্তু আমি নাটকে কাজ করছি না।”

স্বপ্ন দেখেন বড় পর্দায়

বিভিন্ন অনলাইন কনটেন্ট ও ভিডিওর মাধ্যমে ভাইরাল হয়ে ওঠা সুমাইয়া রিমু সম্প্রতি সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছেন। রিমু জানান, ছোট পর্দা কিংবা নাটকের প্রতি তাঁর আগ্রহ সীমিত, কারণ তিনি নিজেকে চলচ্চিত্রেই মানিয়ে নিতে বেশি স্বাচ্ছন্দ্যবোধ করেন।

“বাংলাদেশে যদি শাকিব খানের জন্য আদর্শ বা পারফেক্ট কোনো নায়িকা থেকে থাকে, আমি বিশ্বাস করি—সে আমিই,” বলেন রিমু আত্মবিশ্বাসের সঙ্গে।

অনলাইন থেকে অফলাইন জনপ্রিয়তায়

সামাজিক যোগাযোগমাধ্যমে বিশাল অনুসারী ও দর্শকপ্রিয়তা অর্জনের পর রিমুর বড় পর্দায় আগ্রহ অনেকেই ইতিবাচকভাবে দেখছেন। তবে, তাঁর এই মন্তব্য ঢাকাই চলচ্চিত্রপাড়ায় নতুন আলোচনার জন্ম দিয়েছে। কেউ একে আত্মবিশ্বাস হিসেবে দেখছেন, কেউ আবার অতিরিক্ত উচ্চাশা বলেও সমালোচনা করছেন।

এখন দেখার বিষয়—সুমাইয়া রিমুর এই উচ্চাকাঙ্ক্ষা কতটা বাস্তবায়িত হয় এবং শাকিব খানের সঙ্গে তাঁর স্বপ্নের সিনেমা আদৌ বাস্তব রূপ নেয় কি না।

Leave A Reply

বৈদেশিক কর্মসংস্থান, অভিবাস ও প্রবাস জীবন সংক্রান্ত অনলাইন নিউজ পোর্টাল।

যোগাযোগ

সিটি হার্ট শপিং কমপ্লেক্স (১১তম ফ্লো), রুম ১২/৮, ৬৭, নয়াপল্টন, ভিআইপি রোড, ঢাকা-১০০০, ফোন: +৮৮০ ১৫৩৩-১৯০৩৭১, ইমেইল: info@probashbulletin.com

Exit mobile version