স্টাফ রিপোর্টার | প্রবাস বুলেটিন
সিলেট, ২৩ এপ্রিল ২০২৫
সিলেট টেস্টের প্রথম দিনটা শেষ হয়েছিল চরম হতাশা নিয়ে। মাত্র ১৯১ রানে অলআউট হওয়ার পর কোনো উইকেট না হারিয়েই ৬৬ রান করে ফেলেছিল সফরকারী জিম্বাবুয়ে। তবে দ্বিতীয় দিনে কিছুটা হলেও ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দিয়েছে বাংলাদেশ দল। যদিও প্রথম ইনিংসে ৮২ রানের লিড পেয়েছে জিম্বাবুয়ে, দিন শেষে ১ উইকেট হারিয়ে ৫৭ রান সংগ্রহ করেছে স্বাগতিকরা। এখনো ২৫ রানে পিছিয়ে আছে তারা।
দ্বিতীয় দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে দলের প্রতিনিধি হিসেবে কথা বলেন অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। ব্যাট হাতে দায়িত্ব নিয়ে লড়াই করার প্রতিশ্রুতি দিয়ে তিনি বলেন, “আমার কাছে মনে হয় যদি প্রপার ব্যাটিং করতে পারি, যদি ৩৫০-৪০০ রান করতে পারি, এটা আমাদের দলের জন্য অনেক ভালো হবে।”
লিড নেওয়াই এখন মূল লক্ষ্য
মিরাজ জানান, আপাতত লক্ষ্য লিড নেওয়া। এরপর প্রতিপক্ষকে বড় লক্ষ্য দেওয়ার পরিকল্পনা রয়েছে দলের। তার ভাষায়, “টেস্ট ক্রিকেটে যদি ৩০০ রান লক্ষ্য দেওয়া হয়, প্রতিপক্ষের জন্য অনেক কঠিন। কারণ উইকেটে অনেক পরিবর্তন আসবে। আমাদের দায়িত্ব নিয়ে ব্যাটিং করতে হবে।”
প্রথম ইনিংসে বল হাতে দারুণ পারফরম্যান্স করেন মেহেদী হাসান মিরাজ। তুলে নেন গুরুত্বপূর্ণ ৫টি উইকেট। তবুও জিম্বাবুয়ে বাংলাদেশের চেয়ে ৮২ রানে এগিয়ে যায়। এ প্রসঙ্গে মিরাজ বলেন, “কাল কিন্তু ওরা এগিয়ে ছিল। আজ আমরা অনেক ভালো বল করেছি। হয়তো শেষের দিকে কিছু অতিরিক্ত রান হয়ে গেছে, তবে সামগ্রিকভাবে আমরা প্রত্যাশার মধ্যে ওদের আটকে রাখতে পেরেছি।”
ব্যাটসম্যানদের ঘাড়ে দায়িত্ব
টেস্টে ফিরে আসতে হলে ব্যাটসম্যানদেরই মূল দায়িত্ব নিতে হবে বলে মনে করেন মিরাজ। “আমার মনে হয় না এটা চাপ। আমরা ব্যাটসম্যানরা যদি দায়িত্ব নিয়ে একটা ভালো স্কোর করতে পারি, আমরা পরে সেটা ডিফেন্ড করতে পারব,” বলেন তিনি।
টেস্ট ক্রিকেটের অনিশ্চয়তা ও সৌন্দর্য
মিরাজ টেস্ট ক্রিকেটের সৌন্দর্য নিয়েও বলেন, “একবার ওরা এগিয়ে থাকবে, একবার আমরা। দিন শেষে যারা ভালো খেলবে, তারাই জয়ী হবে। এটাই টেস্ট ক্রিকেট।”
তৃতীয় দিনে বাংলাদেশ দলের জন্য চ্যালেঞ্জ আরও বাড়বে। লিড নেওয়ার লক্ষ্যে ব্যাটসম্যানদের পারফরম্যান্সই নির্ধারণ করবে ম্যাচের গতিপথ।