মঙ্গলবার, ১৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ | ২৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

ঢাকা, ২৬ এপ্রিল ২০২৫:

ফ্যাসিবাদের বিরুদ্ধে নিরন্তর গণতান্ত্রিক সংগ্রামে জামায়াতে ইসলামীর ভূমিকা স্মরণীয় হয়ে থাকবে বলে মন্তব্য করেছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ। শনিবার সকাল সাড়ে ১০টায় জাতীয় সংসদের এলডি হলে জামায়াতে ইসলামীর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের এক মতবিনিময় সভায় সূচনা বক্তব্যে তিনি এ কথা বলেন।

অধ্যাপক আলী রীয়াজ বলেন, “গত ১৬ বছর ধরে দেশে ফ্যাসিবাদী শাসনের নিপীড়ন চলছে। এই সময়ে জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা গণতান্ত্রিক আন্দোলনে জীবন বাজি রেখে অংশগ্রহণ করেছেন। অনেকেই বিচারিক প্রক্রিয়ার বাইরে নিপীড়নের শিকার হয়েছেন, তারপরও তারা সাহসিকতার সঙ্গে সংগ্রামে অংশ নিয়েছেন। এজন্য তাদের অভিনন্দন ও সমর্থন প্রাপ্য।”

তিনি বলেন, “চব্বিশের গণঅভ্যুত্থানেও জামায়াতের নেতাকর্মীরা সাহসিকতার সঙ্গে অংশগ্রহণ করেছেন, কেউ প্রাণ দিয়েছেন, কেউ কারাগারে থেকেছেন। এটি একটি ঐতিহাসিক অবদান।”

রাষ্ট্র সংস্কার প্রক্রিয়া সম্পর্কে আলী রীয়াজ বলেন, “বর্তমান অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে যে রাষ্ট্র সংস্কার উদ্যোগ গ্রহণ করা হয়েছে, তা কোনো একক সরকারের সিদ্ধান্ত নয় বরং জনগণের দীর্ঘদিনের আকাঙ্ক্ষারই প্রতিফলন। এই প্রক্রিয়ায় জামায়াতে ইসলামীর আন্তরিক অংশগ্রহণ গুরুত্বপূর্ণ ও প্রশংসনীয়।”

তিনি আরও বলেন, “আমরা এমন একটি বাংলাদেশ গড়তে চাই, যেখানে কারো বিরুদ্ধে বিচারবর্হিভূত নিপীড়ন থাকবে না, এবং বিচারপ্রক্রিয়া হবে স্বচ্ছ ও ন্যায়সংগত। এ লক্ষ্য বাস্তবায়নে সকলের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন। আমাদের সবার সাফল্য নির্ভর করছে সকলের আন্তরিকতার ওপর।”

মতবিনিময় সভাটি পরিচালনা করেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার। উপস্থিত ছিলেন জাতীয় ঐকমত্য কমিশনের সদস্য সফর রাজ হোসেন, বিচারপতি এমদাদুল হক, ড. বদিউল আলম মজুমদার, ড. ইফতেখারুজ্জামান প্রমুখ।

জামায়াতে ইসলামীর পক্ষ থেকে সভায় অংশগ্রহণ করেন নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের, সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান, ড. হামিদুর রহমান আযাদ, ঢাকা মহানগর দক্ষিণের আমির নুরুল ইসলাম বুলবুল, অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, কেন্দ্রীয় সদস্য সাইফুল আলম খান মিলন, প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ এবং জামায়াতের আইনজীবী শিশির মোহাম্মদ মনির।

মতবিনিময় সভায় অংশগ্রহণকারী দল ও প্রতিনিধিগণ একটি অংশগ্রহণমূলক গণতান্ত্রিক রাষ্ট্র গঠনে একসঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

Leave A Reply

বৈদেশিক কর্মসংস্থান, অভিবাস ও প্রবাস জীবন সংক্রান্ত অনলাইন নিউজ পোর্টাল।

যোগাযোগ

সিটি হার্ট শপিং কমপ্লেক্স (১১তম ফ্লো), রুম ১২/৮, ৬৭, নয়াপল্টন, ভিআইপি রোড, ঢাকা-১০০০, ফোন: +৮৮০ ১৫৩৩-১৯০৩৭১, ইমেইল: info@probashbulletin.com

Exit mobile version