সাবেক স্বৈরাচার প্রধানমন্ত্রী শেখ হাসিনা বর্তমানে ভারতে অবস্থান করছেন এবং সেখান থেকে বিভিন্ন উসকানিমূলক বক্তব্য দিচ্ছেন বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। রোববার (২৭ এপ্রিল) আল জাজিরায় প্রচারিত এক ভিডিও সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন।
আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরার সাংবাদিক নিয়েভ বার্কারের প্রশ্নের জবাবে ড. ইউনূস জানান, তিনি সম্প্রতি ব্যাংককে অনুষ্ঠিত বিমসটেক সম্মেলনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক করেন এবং শেখ হাসিনার ভূমিকা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন।
ড. ইউনূস বলেন, “আমি মোদিজিকে বলেছিলাম, শেখ হাসিনা যদি ভারতে থাকেন, অন্তত যেন তিনি কোনো ধরনের উসকানিমূলক বক্তব্য না দেন। কারণ তার কথাবার্তা বাংলাদেশের অভ্যন্তরে উত্তেজনা তৈরি করছে এবং আমাদের জন্য জটিলতা সৃষ্টি করছে।”
তিনি আরও জানান, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি উত্তরে বলেন, ভারতে সামাজিক যোগাযোগমাধ্যম সবার জন্য উন্মুক্ত, তাই শেখ হাসিনার বক্তব্য নিয়ন্ত্রণ করা তার পক্ষে সম্ভব নয়।
আল জাজিরার সাংবাদিক নিয়েভ বার্কার সাক্ষাৎকারে উল্লেখ করেন, শেখ হাসিনা দাবি করছেন তিনি এখনো বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী এবং ভারত থেকেই তিনি বিভিন্ন বিবৃতি দিয়ে চলেছেন। এ অবস্থায় বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের অবস্থান কী — জানতে চাইলে ড. ইউনূস বলেন, “শেখ হাসিনার বক্তব্য আমাদের জন্য সমস্যা তৈরি করছে। তবে তার অবস্থান নিয়ে ভারতের সিদ্ধান্তকে আমরা সম্মান করছি।”
ব্যাংককে বিমসটেক সম্মেলনে দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানরা অংশ নেন। সেখানে আঞ্চলিক নিরাপত্তা ও সহযোগিতা নিয়ে আলোচনা হয়। সম্মেলনের ফাঁকে ড. ইউনূস ও নরেন্দ্র মোদির বৈঠকটি অনুষ্ঠিত হয়।
আল জাজিরার এ সাক্ষাৎকারে ড. মুহাম্মদ ইউনূস বাংলাদেশে অন্তর্বর্তী সরকার পরিচালনার নীতিমালা, আগামীর পরিকল্পনা এবং মানবাধিকার পরিস্থিতি নিয়েও কথা বলেন।
সূত্র: আল জাজিরা