রবিবার, ২১শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ | ৪ঠা মে, ২০২৫ খ্রিস্টাব্দ

ঢাকা, ৩ মে ২০২৫ (প্রবাস বুলেটিন):

হেফাজতে ইসলাম বাংলাদেশের আয়োজনে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত মহাসমাবেশে সরকার ও আওয়ামী লীগের বিরুদ্ধে তীব্র বক্তব্য দিয়েছেন ন্যাশনাল কনজারভেটিভ পার্টি (এনসিপি) নেতা হাসনাত আব্দুল্লাহ। শনিবার (৩ মে) দুপুরে অনুষ্ঠিত এই সমাবেশে তিনি বলেন, “আওয়ামী লীগ রাজনৈতিক দল নয়, বরং এটি একটি সন্ত্রাসী সংগঠন। এই দলকে পুনর্বাসন নয়, নিষিদ্ধ করতে হবে।”

চার দফা দাবিতে আয়োজিত মহাসমাবেশে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত হাজারো নেতা-কর্মী উপস্থিত ছিলেন। সমাবেশের সভাপতিত্ব করেন হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী।

হাসনাত আব্দুল্লাহ তার বক্তব্যে বলেন, “আমাদের দ্বিতীয় স্বাধীনতার আট মাস পর আজ এখানে যে দাবিতে আমরা সমবেত হয়েছি, তা কোনো গৌরবের নয় বরং এটি একটি জাতীয় লজ্জা। ৫ আগস্টেই জনগণ সিদ্ধান্ত নিয়েছে—এই দেশে আওয়ামী লীগের আর পুনর্বাসন হবে না। যারা আমাদের দাড়ি-টুপিওয়ালা ভাইদের বায়তুল মোকাররমের সামনে নির্যাতন করেছে, তাদের আর স্থান নেই এ দেশে।”

তিনি অভিযোগ করেন, “আওয়ামী লীগ গণতন্ত্র ধ্বংসকারী দল। শেখ মুজিব বাকশাল কায়েম করে ৩০ হাজার জাসদ কর্মীকে হত্যা করেছেন। তাদের লুটপাটের কারণে ১৯৭৪ সালে দুর্ভিক্ষে প্রাণ হারিয়েছেন ১৫ লাখ মানুষ।”

ড. মুহাম্মদ ইউনূসকে উদ্দেশ্য করে এনসিপি নেতা বলেন, “তিনি বলেছেন, আগামী নির্বাচনে আওয়ামী লীগ অংশ নেবে কি না, তা নাকি তাদের ব্যাপার। কিন্তু তিনি ভুলে গেছেন, এই সিদ্ধান্ত জনগণের—আমরা যারা ক্ষমতায় বসিয়েছি। এই আওয়ামী লীগ বাংলাদেশে মারা গেছে, আর তার জানাজা হয়েছে দিল্লিতে।”

সমাবেশে আরও বক্তব্য রাখেন হেফাজতের কেন্দ্রীয় নায়েবে আমির মাহমুদুর হাসান কাশেমী, নায়েবে আমির আহমেদ কাশেমীসহ অন্যান্য নেতৃবৃন্দ। তারা নারীবিষয়ক সংস্কার কমিশন বাতিল এবং হেফাজত নেতাদের বিরুদ্ধে দায়েরকৃত মামলাগুলো অবিলম্বে প্রত্যাহারের দাবি জানান।

হেফাজতের পক্ষ থেকে ঘোষিত কর্মসূচির মধ্যে রয়েছে: আগামী ২৩ মে বাদ জুমা দেশব্যাপী বিক্ষোভ মিছিল এবং তিন মাসের মধ্যে বিভাগীয় পর্যায়ে সম্মেলন আয়োজন।

Leave A Reply

বৈদেশিক কর্মসংস্থান, অভিবাস ও প্রবাস জীবন সংক্রান্ত অনলাইন নিউজ পোর্টাল।

যোগাযোগ

সিটি হার্ট শপিং কমপ্লেক্স (১১তম ফ্লো), রুম ১২/৮, ৬৭, নয়াপল্টন, ভিআইপি রোড, ঢাকা-১০০০, ফোন: +৮৮০ ১৫৩৩-১৯০৩৭১, ইমেইল: info@probashbulletin.com

Exit mobile version