বৃহস্পতিবার, ২রা শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ | ১৭ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ

স্টাফ রিপোর্টার, প্রবাস বুলেটিন

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দলটির একমাত্র লক্ষ্য ২০২৬ সালের ফেব্রুয়ারিতে নির্ধারিত জাতীয় নির্বাচন এবং এ বিষয়ে কোনো ব্যতিক্রমের সুযোগ নেই। লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মধ্যকার বৈঠকে এই সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে বলে জানান তিনি।

সোমবার (১৪ জুলাই) বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে এসব কথা বলেন মির্জা ফখরুল।

ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির উদ্যোগে আয়োজিত এ সমাবেশের মূল দাবি ছিল—তারেক রহমানকে নিয়ে ‘কুরুচিপূর্ণ অপপ্রচার’, মিটফোর্ড হত্যাকাণ্ড এবং সারাদেশে ‘নির্মম হত্যাকাণ্ডের’ বিচার।

‘নির্বাচন ঠেকাতেই নতুন ষড়যন্ত্র’

বক্তব্যে ফখরুল বলেন, “যখনই বাংলাদেশের মানুষ ঘুরে দাঁড়াতে চায়, তখনই কিছু রাজনৈতিক মহল ষড়যন্ত্রে লিপ্ত হয়। আজও সেই ষড়যন্ত্র চলছে। মিটফোর্ডের একটি ঘটনা নিয়ে দেশের রাজনীতিকে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা হচ্ছে।”

তিনি এটিকে ‘নতুন চক্রান্ত’ হিসেবে উল্লেখ করে বলেন, “যারা দেশে নির্বাচন ঠেকাতে চায়, তারা জনগণের ভোটাধিকার কেড়ে নিতে চায়। কিন্তু বিএনপি বারবার ফিনিক্স পাখির মতো উঠে দাঁড়িয়েছে—এইবারও হবে তার ব্যতিক্রম নয়।”

‘তারেক রহমান উন্নয়ন পরিকল্পনায় ব্যস্ত, আর অপপ্রচার চালানো হচ্ছে’

বিএনপি মহাসচিব বলেন, “তারেক রহমান যখন দেশকে উন্নতির পথে এগিয়ে নিতে, কর্মসংস্থান তৈরির জন্য পরিকল্পনা করছেন এবং বিজ্ঞজনদের সঙ্গে আলোচনায় ব্যস্ত, ঠিক তখনই তার বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে।”

তিনি আরও বলেন, “তারেক রহমান ও ড. ইউনূস যখন লন্ডনে নির্বাচনী রূপরেখা নির্ধারণ করছেন, তখনই ষড়যন্ত্রকারীরা অস্থিরতা ও বিভাজনের চেষ্টা করছে। কিন্তু এই চক্রান্ত সফল হবে না।”

‘ফাঁদে পা না দিয়ে শান্তিপূর্ণ গণতন্ত্রের পথে’

নেতাকর্মীদের উদ্দেশে ফখরুল আহ্বান জানান, “কেউ যেন উত্তেজনায় ফাঁদে পা না দেয়। শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমেই আমরা গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করব। ফ্যাসিস্টদের যেভাবে বিদায় দিয়েছি, সেভাবেই নতুন করে যেন তারা মাথা না তুলে দাঁড়াতে পারে, সে ব্যবস্থাও আমরা করব।”

রাজনৈতিক বার্তা স্পষ্ট: নির্বাচন ও গণতন্ত্রই প্রধান লক্ষ্য

সমাবেশে অংশগ্রহণকারী নেতাকর্মীরা বলেন, বিএনপি আজ আর প্রতিক্রিয়াশীল কোনো আন্দোলনে নেই, বরং একটি নির্দিষ্ট লক্ষ্য—২০২৬ সালের নির্বাচন ও জনগণের ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠা—এই দিকেই তারা এগিয়ে যাচ্ছে।

Leave A Reply

বৈদেশিক কর্মসংস্থান, অভিবাস ও প্রবাস জীবন সংক্রান্ত অনলাইন নিউজ পোর্টাল।

যোগাযোগ

সিটি হার্ট শপিং কমপ্লেক্স (১১তম ফ্লো), রুম ১২/৮, ৬৭, নয়াপল্টন, ভিআইপি রোড, ঢাকা-১০০০, ফোন: +৮৮০ ১৫৩৩-১৯০৩৭১, ইমেইল: info@probashbulletin.com

Exit mobile version