মঙ্গলবার, ২১শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ | ৫ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ

অস্ট্রেলিয়ায় উচ্চশিক্ষা নিতে আগ্রহী শিক্ষার্থীদের জন্য এসেছে সুবর্ণ সুযোগ। দেশটির শীর্ষস্থানীয় গবেষণা প্রতিষ্ঠান কার্টিন ইউনিভার্সিটি ২০২৬ শিক্ষাবর্ষের জন্য ‘রিসার্চ ট্রেনিং প্রোগ্রাম (RTP)’ বৃত্তির আবেদন গ্রহণ শুরু করেছে। ফুল-ফান্ডেড এই স্কলারশিপের আওতায় আন্তর্জাতিক শিক্ষার্থীরা মাস্টার্স ও পিএইচডি পর্যায়ে পড়াশোনার সুযোগ পাবেন।

বিশ্ববিদ্যালয় পরিচিতি

কার্টিন ইউনিভার্সিটি পশ্চিম অস্ট্রেলিয়ার বেন্টলিতে অবস্থিত একটি সরকারি গবেষণাভিত্তিক বিশ্ববিদ্যালয়। এটি রাজ্যের সবচেয়ে বড় উচ্চশিক্ষা প্রতিষ্ঠান, যেখানে বর্তমানে ৫৮ হাজারের বেশি শিক্ষার্থী অধ্যয়ন করছে। বিশ্ববিদ্যালয়টি আধুনিক ল্যাবরেটরি, সমৃদ্ধ গ্রন্থাগার, গবেষণার সুযোগ এবং আন্তর্জাতিক মানসম্পন্ন শিক্ষার পরিবেশ নিশ্চিত করেছে।

বৃত্তির সুবিধাসমূহ

এই স্কলারশিপের আওতায় শিক্ষার্থীরা পাবেন—

  • সম্পূর্ণ টিউশন ফি মওকুফ

  • মাসিক জীবনযাপন ভাতা (stipend)

  • আন্তর্জাতিক ভ্রমণ ভাতা

  • গবেষণার জন্য অতিরিক্ত আর্থিক সহায়তা

যোগ্যতা ও শর্তাবলি

  • এই স্কলারশিপে আন্তর্জাতিক ও অস্ট্রেলিয়ান শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন।

  • আবেদনকারীর ন্যূনতম একটি স্নাতক ডিগ্রি থাকতে হবে।

  • আবেদনপূর্বে কার্টিন ইউনিভার্সিটির একজন গবেষণা সুপারভাইজারের কাছ থেকে আমন্ত্রণপত্র (invitation letter) সংগ্রহ করতে হবে।

আবেদনপত্রে যা যা প্রয়োজন

  • পূরণকৃত অনলাইন আবেদনপত্র

  • একাডেমিক ট্রান্সক্রিপ্ট ও সার্টিফিকেট

  • ব্যক্তিগত বিবৃতি/স্টেটমেন্ট অব পারপাস

  • ইংরেজি ভাষার দক্ষতার সনদ (IELTS/TOEFL ইত্যাদি)

  • সুপারিশপত্র (Recommendation Letter)

  • গবেষণার প্রস্তাবনা (Research Proposal)

  • বৈধ পাসপোর্ট বা জাতীয় পরিচয়পত্রের কপি

  • হালনাগাদ জীবনবৃত্তান্ত (CV/Resume)

অধ্যয়নের বিষয়সমূহ

এই বৃত্তির আওতায় শিক্ষার্থীরা বিভিন্ন বিষয়ে অধ্যয়ন করতে পারবেন, যেমন—

  • মাস্টার অব কমার্স

  • মাস্টার অব ইঞ্জিনিয়ারিং ম্যানেজমেন্ট

  • মাস্টার অব ইনফরমেশন সিস্টেমস অ্যান্ড টেকনোলজি

  • মাস্টার অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (MBA)

  • মাস্টার অব অ্যাপ্লায়েড সাইকোলজি

  • গবেষণাভিত্তিক ডিগ্রি: মাস্টার অব ফিলোসফিডক্টর অব ফিলোসফি (PhD)

আবেদন পদ্ধতি ও সময়সীমা

আগ্রহী প্রার্থীরা কার্টিন ইউনিভার্সিটির নির্ধারিত অনলাইন পোর্টালে গিয়ে আবেদন করতে পারবেন।

📅 আবেদনের শেষ সময়: ৩১ অক্টোবর ২০২৫

Leave A Reply

বৈদেশিক কর্মসংস্থান, অভিবাস ও প্রবাস জীবন সংক্রান্ত অনলাইন নিউজ পোর্টাল।

যোগাযোগ

সিটি হার্ট শপিং কমপ্লেক্স (১১তম ফ্লো), রুম ১২/৮, ৬৭, নয়াপল্টন, ভিআইপি রোড, ঢাকা-১০০০, ফোন: +৮৮০ ১৫৩৩-১৯০৩৭১, ইমেইল: info@probashbulletin.com

Exit mobile version