মঙ্গলবার, ২১শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ | ৫ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ

‘জুলাই সনদে প্রবাসীদের অবদানের স্বীকৃতি চাই’

লন্ডন, ২৮ জুলাই:

জুলাই গণঅভ্যুত্থানে প্রবাসীদের অবদান স্বীকৃতি পাওয়ার পাশাপাশি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে তাদের ভোটাধিকার নিশ্চিত করার দাবি উঠেছে লন্ডনে অনুষ্ঠিত এক আলোচনা সভায়। বক্তারা বলেন, প্রায় দেড় কোটি প্রবাসী বাংলাদেশির ভোটাধিকার এখন সময়ের দাবি এবং তা সাংবিধানিক ও মানবাধিকার– উভয়ের সাথেই সম্পর্কযুক্ত।

‘স্ট্যান্ড ফর বাংলাদেশ’ আয়োজিত “জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা ও প্রবাসীদের ভোটাধিকার বাস্তবায়ন: সম্ভাবনা ও করণীয়” শীর্ষক এই আলোচনা সভা অনুষ্ঠিত হয় সোমবার (২৮ জুলাই) লন্ডনে। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সহসভাপতি মনিরুল ইসলাম শামিম এবং সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম মুকুল।

সভায় প্রধান অতিথির বক্তব্যে প্রবাসী ভোটাধিকার বাস্তবায়ন পরিষদের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ব্যারিস্টার নাজির আহমদ বলেন,

“দেড় কোটি প্রবাসী দেশের অর্থনীতির চাকা সচল রাখছেন। অথচ ভোটের অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন বারবার। এবার যদি ব্যবস্থা না নেওয়া হয়, ভবিষ্যতে আর কোনো সরকার তা করবে না। তাই এখনই অন্তর্বর্তী সরকারের প্রতি ঐক্যবদ্ধভাবে প্রবাসীদের ভোটাধিকারের বাস্তবায়নের দাবি জানাতে হবে।”

তিনি আরও বলেন,

“জুলাই গণঅভ্যুত্থানে প্রবাসীদের অবদান ছিল অতুলনীয়। সেসময় এক মাস রেমিট্যান্স বন্ধ রেখে তারা দেশের ভঙ্গুর সরকারকে নাড়িয়ে দিয়েছিল। সেই ইতিহাসকে স্বীকৃতি দিতে ‘জুলাই সনদে’ প্রবাসীদের ভূমিকা স্পষ্টভাবে অন্তর্ভুক্ত করতে হবে।”

বিশেষ অতিথি ব্যারিস্টার সাইফ উদ্দিন খালেদ বলেন,

“প্রবাসীদের ভোটাধিকার এখন সময়োপযোগী এবং ন্যায্য দাবি। এটি অবহেলা করা হলে তা হবে একটি বড় রাজনৈতিক ভুল।”

সাংবাদিক অলিউল্লাহ নোমান বলেন,

“প্রবাসীদের রেমিট্যান্সে বাংলাদেশের অর্থনীতি দাঁড়িয়ে আছে। তাই রাজনৈতিক প্রতিনিধিত্ব নিশ্চিত করাও সময়ের দাবি।”

সাবেক সেনা কর্মকর্তা আমিন চৌধুরী হুঁশিয়ারি দিয়ে বলেন,

“জুলাই সনদে প্রবাসীদের অবদান সন্নিবেশ না করলে তা সংবিধান অবমাননার শামিল হবে। আইন অনুযায়ী পরিণতি ভোগ করতে হবে সংশ্লিষ্টদের।”

সভায় আরও বক্তব্য দেন— ড. মুহাম্মদ মুঈনুদ্দীন মৃধা, মোহাম্মদ তরিকুল ইসলাম, মাহিন খান, জয়নাল আবেদিন, জহিরুল ইসলাম, আসাদুজ্জামান শাফী, শাহিন আলম, সিরাজুম মুনির, রায়হান আহমেদ, আব্দুল হামিদ তাজুল প্রমুখ।

উপসংহারে বলা হয়, প্রবাসীদের ভোটাধিকার বাস্তবায়ন শুধু রাজনৈতিক দাবি নয়, এটি ইতিহাস, মানবাধিকার এবং দেশের ভবিষ্যতের সাথে ওতপ্রোতভাবে জড়িত।

📌 রিপোর্ট: এমএন
📷 ছবি: সংগৃহীত (প্রয়োজনে সংযুক্ত করুন)
📄 সূত্র: স্ট্যান্ড ফর বাংলাদেশ প্রেস রিলিজ ও প্রতিনিধিদের বক্তব্য

Leave A Reply

বৈদেশিক কর্মসংস্থান, অভিবাস ও প্রবাস জীবন সংক্রান্ত অনলাইন নিউজ পোর্টাল।

যোগাযোগ

সিটি হার্ট শপিং কমপ্লেক্স (১১তম ফ্লো), রুম ১২/৮, ৬৭, নয়াপল্টন, ভিআইপি রোড, ঢাকা-১০০০, ফোন: +৮৮০ ১৫৩৩-১৯০৩৭১, ইমেইল: info@probashbulletin.com

Exit mobile version