মঙ্গলবার, ২১শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ | ৫ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ

📍 আন্তর্জাতিক ডেস্ক | ৩০ জুলাই ২০২৫

রাশিয়ার সুদূর পূর্বাঞ্চলীয় কামচাটকা উপদ্বীপে বুধবার (ভারতীয় সময়) ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠেছে পুরো অঞ্চল। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৮.৮। ভূমিকম্পের পরপরই উপকূলবর্তী এলাকায় আছড়ে পড়েছে চার মিটার পর্যন্ত উঁচু সুনামি। ক্ষতিগ্রস্ত হয়েছে বহু ঘরবাড়ি ও অবকাঠামো। রাশিয়ার পাশাপাশি জাপানের হোক্কাইডো উপকূলেও সুনামির ঢেউ আঘাত হেনেছে।

সুনামি সতর্কতা জারি প্রশান্ত মহাসাগরজুড়ে

মার্কিন আবহাওয়া সংস্থার (USGS) মতে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে ১৯.৩ কিলোমিটার গভীরে। প্রথমে এর মাত্রা ৮.০ ধরা হলেও পরবর্তীতে সংশোধন করে তা ৮.৮ হিসেবে জানানো হয়। কম্পনের তীব্রতায় উপকূলীয় বহু বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রশাসন সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নিচ্ছে।

রাশিয়ার দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, “কামচাটকার কিছু উপকূলীয় এলাকায় তিন থেকে চার মিটার উঁচু ঢেউ আছড়ে পড়েছে। লোকজনকে যত দ্রুত সম্ভব উপকূল ছেড়ে উঁচু স্থানে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।”

এদিকে, হাওয়াই, আলাস্কা, ফিলিপিন্স, মার্শাল দ্বীপপুঞ্জ এবং পালাউসহ প্রশান্ত মহাসাগরীয় বেশ কয়েকটি অঞ্চলে সুনামি সতর্কতা জারি করা হয়েছে। এসব এলাকায় ০.৩ মিটার থেকে এক মিটার পর্যন্ত উঁচু ঢেউ আছড়ে পড়তে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।

কয়েক দশকের মধ্যে সবচেয়ে শক্তিশালী কম্পন

কামচাটকার গভর্নর ভ্লাদিমির সোলোদভ এক বিবৃতিতে বলেন, “এই ভূমিকম্প কয়েক দশকের মধ্যে সবচেয়ে শক্তিশালী। এমন ধ্বংসাত্মক কম্পন ১৯৫২ সালের পর আর দেখা যায়নি।”

উল্লেখ্য, ১৯৫২ সালের নভেম্বরে কামচাটকায় রিখটার স্কেলে ৯.১ মাত্রার ভয়াবহ ভূমিকম্পে হাওয়াই উপকূলে ৩০ ফুট পর্যন্ত উঁচু ঢেউ উঠেছিল। সে সময় কামচাটকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হলেও প্রাণহানির কোনো তথ্য পাওয়া যায়নি।

জাপানে জরুরি অবস্থা, নজরে জাপানের প্রধানমন্ত্রী

জাপানের উপকূলবর্তী এলাকাগুলোতেও সুনামি আঘাত হেনেছে। জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা জানিয়েছেন, তিনি পরিস্থিতির ওপর ঘনিষ্ঠ নজর রাখছেন এবং মোকাবিলার জন্য জরুরি কমিটি গঠন করা হয়েছে।

ভূতাত্ত্বিক বাস্তবতা ও ঝুঁকি

কামচাটকা অঞ্চলের নিচ দিয়ে প্রশান্ত মহাসাগরীয় টেকটোনিক প্লেট এবং উত্তর আমেরিকার প্লেট মিলিত হয়েছে। এই কারণে অঞ্চলটি ভূমিকম্পপ্রবণ হিসেবে পরিচিত। এক সপ্তাহের ব্যবধানে এই এলাকায় ৬.৬, ৭.৪ এবং সর্বশেষ ৮.৮ মাত্রার কম্পন রেকর্ড করা হয়েছে।

সামাজিক মাধ্যমে ভাইরাল ভিডিও, যাচাইয়ে সতর্কতা

ভূমিকম্পের পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে কয়েকটি ভিডিও ছড়িয়ে পড়ে, যেখানে দেখা যায় ঘরবাড়ি কেঁপে উঠছে ও মানুষজন আতঙ্কে ছুটে যাচ্ছে। তবে স্থানীয় সংবাদমাধ্যম সতর্ক করে বলেছে, এসব ভিডিওর সত্যতা এখনো যাচাই হয়নি।


✍ প্রতিবেদন: প্রবাস বুলেটিন আন্তর্জাতিক ডেস্ক
📌 তথ্যসূত্র: USGS, রাশিয়ান প্রশাসন, জাপান সরকার, রয়টার্স, আনন্দবাজার

Leave A Reply

বৈদেশিক কর্মসংস্থান, অভিবাস ও প্রবাস জীবন সংক্রান্ত অনলাইন নিউজ পোর্টাল।

যোগাযোগ

সিটি হার্ট শপিং কমপ্লেক্স (১১তম ফ্লো), রুম ১২/৮, ৬৭, নয়াপল্টন, ভিআইপি রোড, ঢাকা-১০০০, ফোন: +৮৮০ ১৫৩৩-১৯০৩৭১, ইমেইল: info@probashbulletin.com

Exit mobile version