মঙ্গলবার, ২১শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ | ৫ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ

ডেস্ক রিপোর্ট

ফিলিস্তিনের গাজা উপত্যকায় তীব্র খাদ্যসংকটের মধ্যে ত্রাণ নিতে গিয়ে ইসরায়েলি বাহিনীর হামলায় অন্তত ৭১ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন কয়েক শ। গতকাল বুধবার (৩০ জুলাই) উত্তর ও দক্ষিণ গাজার পৃথক দুটি স্থানে এ হামলার ঘটনা ঘটে।

স্বাস্থ্যসেবা–সংশ্লিষ্ট সূত্র এবং স্থানীয় প্রশাসনের বরাতে জানা গেছে, ত্রাণবাহী ট্রাক পৌঁছানোর খবর পেয়ে শত শত ফিলিস্তিনি জড়ো হয়েছিলেন। উত্তর গাজার জিকিম পয়েন্টে ত্রাণ নিতে আসা মানুষের ওপর গুলি চালায় ইসরায়েলি বাহিনী। এ হামলায় ৫১ জন প্রাণ হারান এবং অন্তত ৬৪৮ জন আহত হন।

একই দিনে দক্ষিণ গাজার খান ইউনিসের কাছের মোরাগ করিডর এলাকাতেও ত্রাণ নেওয়ার সময় ইসরায়েলি বাহিনীর আরেক হামলায় নিহত হয়েছেন আরও ২০ জন। এ তথ্য নিশ্চিত করেছে নাসের মেডিকেল কমপ্লেক্স।

ত্রাণ বিতরণে নিরাপত্তাহীনতা ও সমালোচনার ঝড়

গত মে মাসে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সহায়তায় গঠিত ‘গাজা হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশন’ কর্তৃক ত্রাণ বিতরণ কার্যক্রম শুরু হয়। তবে ত্রাণ বিতরণ কেন্দ্রগুলোর আশপাশে চরম নিরাপত্তাহীনতা বিরাজ করায় এ পর্যন্ত এই কেন্দ্রগুলোর কাছাকাছি এলাকায় এক হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে দাবি করেছে গাজার গণমাধ্যম কার্যালয়।

পর্যাপ্ত ত্রাণ দিতে ব্যর্থতা এবং বিতরণকেন্দ্রগুলোর নিরাপত্তার অভাবে ফাউন্ডেশনটি জাতিসংঘ ও অন্যান্য আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার তীব্র সমালোচনার মুখে পড়েছে।

ক্ষুধা ও অপুষ্টিতে মৃত্যুর মিছিল

ইসরায়েলি অবরোধ ও পর্যাপ্ত খাদ্য সরবরাহ না থাকায় গাজায় দুর্ভিক্ষ পরিস্থিতি সৃষ্টি হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ এবং আন্তর্জাতিক ত্রাণ সংস্থাগুলো। গাজা স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, এখন পর্যন্ত অপুষ্টিতে অন্তত ১৫৪ জন মারা গেছেন, যাদের মধ্যে ৮৯ জন শিশু।

গাজার বাসিন্দা জিহান আল-কুরআন তাঁর অপুষ্ট শিশু সন্তানকে কোলে নিয়ে বলেন, “ওর পেটে কোনো মাংস নেই, শুধু হাড়। এক মাসেও এক টুকরো রুটি জোটেনি।”

ত্রাণ প্রবেশের হার প্রয়োজনের তুলনায় অতি নগণ্য

জাতিসংঘের হিসাব অনুযায়ী, গাজায় দৈনিক অন্তত ৫০০ থেকে ৬০০ ত্রাণবাহী ট্রাক প্রয়োজন হলেও গত চার দিনে মাত্র ২৬৯টি ট্রাক প্রবেশ করেছে। ইউএনআরডব্লিউএ–এর মুখপাত্র আদনান আবু হাসনা বলেছেন, “যেসব ট্রাক ঢুকছে, সেগুলোর ত্রাণও অধিকাংশ মানুষের হাতে পৌঁছাচ্ছে না।”

এই পরিস্থিতিতে আন্তর্জাতিক মহল ইসরায়েলের দমন–পীড়নের নিন্দা জানালেও, দেশটির সঙ্গে বিভিন্ন দেশের অব্যাহত বাণিজ্যিক সম্পর্ক নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।


সূত্র: গাজা স্বাস্থ্য মন্ত্রণালয়, জাতিসংঘ, ইউএনআরডব্লিউএ, আল-জাজিরা

Leave A Reply

বৈদেশিক কর্মসংস্থান, অভিবাস ও প্রবাস জীবন সংক্রান্ত অনলাইন নিউজ পোর্টাল।

যোগাযোগ

সিটি হার্ট শপিং কমপ্লেক্স (১১তম ফ্লো), রুম ১২/৮, ৬৭, নয়াপল্টন, ভিআইপি রোড, ঢাকা-১০০০, ফোন: +৮৮০ ১৫৩৩-১৯০৩৭১, ইমেইল: info@probashbulletin.com

Exit mobile version