বুধবার, ২৯শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ | ১৩ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ

প্রকাশের তারিখ: ১৩ আগস্ট ২০২৫
স্টাফ রিপোর্টার | ঢাকা

দেশের প্রশাসনের প্রাণকেন্দ্র বাংলাদেশ সচিবালয়ের নিরাপত্তা জোরদারে কঠোর পদক্ষেপ নিয়েছে সরকার। নতুন নির্দেশনায় সচিবালয়ের ভেতরে সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ করা হয়েছে। পাশাপাশি সন্ধ্যা ৬টার পর সেখানে অবস্থান করতে হলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে অবহিত করার বিধান চালু করা হয়েছে।

মঙ্গলবার (১৩ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে এসব সিদ্ধান্ত জানানো হয়। বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেন জননিরাপত্তা বিভাগের যুগ্ম সচিব মো. জসিম উদ্দিন।

নতুন নির্দেশনার মূল দিকগুলো

  • সচিবালয়ের ভেতরে কোনো ধরনের মিছিল, সমাবেশ বা গণজমায়েত সম্পূর্ণ নিষিদ্ধ।

  • অননুমোদিত সভা, সম্মেলন, বৈঠক বা পেশাগত সংগঠনের কার্যক্রম সম্মেলনকক্ষে আয়োজন করা যাবে না।

  • সন্ধ্যা ৬টার পর জরুরি দাপ্তরিক প্রয়োজনে সচিবালয়ে অবস্থান করলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে অবহিত করতে হবে।

  • সাপ্তাহিক ছুটি বা অন্য ছুটির দিনে সচিবালয়ে অবস্থান করতে হলে পূর্বানুমতি নিতে হবে।

  • কর্মরত কর্মকর্তা ও কর্মচারীদের প্রবেশ পাস দৃশ্যমান রাখতে হবে।

  • সচিবালয়ের ভেতরে লিফলেট বিতরণ, ব্যানার বা ফেস্টুন ঝোলানো নিষিদ্ধ।

  • প্রবেশের সময় গাড়ি ও ব্যক্তির নিরাপত্তা তল্লাশি নিরাপত্তা বাহিনী নিশ্চিত করবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রশাসনের কার্যক্রমের কেন্দ্রবিন্দু হিসেবে সচিবালয়ের সার্বক্ষণিক শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নির্দেশনাগুলো তাৎক্ষণিকভাবে কার্যকর এবং সংশ্লিষ্ট সবাইকে তা মেনে চলতে হবে।

Leave A Reply

বৈদেশিক কর্মসংস্থান, অভিবাস ও প্রবাস জীবন সংক্রান্ত অনলাইন নিউজ পোর্টাল।

যোগাযোগ

সিটি হার্ট শপিং কমপ্লেক্স (১১তম ফ্লো), রুম ১২/৮, ৬৭, নয়াপল্টন, ভিআইপি রোড, ঢাকা-১০০০, ফোন: +৮৮০ ১৫৩৩-১৯০৩৭১, ইমেইল: info@probashbulletin.com

Exit mobile version