স্টাফ রিপোর্টার | প্রবাস বুলেটিন
সিলেটের দুটি জনপ্রিয় পর্যটন স্পট—কোম্পানীগঞ্জ উপজেলার সাদা পাথর ও গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ে অবৈধ পাথর ও বালু উত্তোলনবিরোধী অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসন। বুধবার (১৩ আগস্ট) সকাল থেকে বিকেল পর্যন্ত চলা এ অভিযানে বিপুল পরিমাণ পাথর জব্দ ও নৌকা ধ্বংস করা হয়েছে।
সাদা পাথরে অভিযান
-
জেলা প্রশাসনের উদ্যোগে সাদা পাথর ও আশপাশের কালাইরাগ এলাকায় অভিযান চালানো হয়।
-
অবৈধভাবে উত্তোলিত ১২ হাজার ঘনফুট পাথর জব্দ করা হয়েছে।
-
এসব পাথর আবার পর্যটন স্পটে ফিরিয়ে আনার ব্যবস্থা নেওয়া হবে।
-
কলাবাড়ি এলাকায় পাথর ভাঙার কাজে ব্যবহৃত একাধিক যন্ত্রের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।
-
কোম্পানীগঞ্জের ইউএনও আজিজুন্নাহার জানান, নিয়মিত অভিযানের অংশ হিসেবে সেনাবাহিনীর সহায়তায় এ অভিযান পরিচালিত হয়েছে।
জাফলংয়ে অভিযান
-
দুপুর ১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত জাফলংয়ের বল্লাঘাট, ঝুমপাহাড় ও জিরো পয়েন্ট এলাকায় অভিযান চালানো হয়।
-
নেতৃত্ব দেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার পলি রানী দেব।
-
অবৈধভাবে পাথর ও বালু উত্তোলনে ব্যবহৃত ১০০টি বারকি নৌকা ভেঙে ফেলা হয়েছে।
-
১৩০ ফুট বালু এবং প্রায় ১২ হাজার ঘনফুট পাথর জব্দ করা হয়েছে।
-
পলি রানী দেব জানান, অবৈধ উত্তোলন রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
তদন্ত কমিটি গঠন
এর আগে, সাদা পাথর পর্যটন কেন্দ্রে পাথর লুটের ঘটনায় জেলা প্রশাসন ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করে।
-
প্রধান: অতিরিক্ত জেলা প্রশাসক পদ্মাসন সিংহ
-
তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার সময়সীমা: ১৭ আগস্ট ২০২৫
উল্লেখযোগ্য: সাদা পাথর ও জাফলং দেশের গুরুত্বপূর্ণ পর্যটন এলাকা হলেও দীর্ঘদিন ধরে অবৈধ পাথর ও বালু উত্তোলনের কারণে এসব এলাকার প্রাকৃতিক সৌন্দর্য ও পরিবেশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। জেলা প্রশাসন বলছে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতায় অভিযান আরও জোরদার করা হবে।