মঙ্গলবার, ৪ঠা ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ১৯শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ

প্রকাশিত: সোমবার, ১৯ আগস্ট ২০২৫

আসন্ন আন্তর্জাতিক বিরতি সামনে রেখে আগামী সোমবার ঘোষণা করা হবে ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বের জন্য ব্রাজিল জাতীয় দলের চূড়ান্ত স্কোয়াড। সেপ্টেম্বরে নিজেদের শেষ দুই বাছাই ম্যাচে যথাক্রমে চিলি ও বলিভিয়ার মুখোমুখি হবে কার্লো আনচেলত্তির শিষ্যরা।

ব্রাজিলিয়ান সংবাদমাধ্যম গ্লোবো জানিয়েছে, ইতোমধ্যেই প্রাথমিক স্কোয়াডের তালিকা ক্লাবগুলোকে পাঠিয়ে দিয়েছেন কোচ আনচেলত্তি। সেই তালিকা থেকেই জানা গেছে বেশ কিছু চমকপ্রদ তথ্য।

প্রধান চমক: ভিনিসিয়ুসের অনুপস্থিতি

রিয়াল মাদ্রিদের তারকা উইঙ্গার ভিনিসিয়ুস জুনিয়রকে বিশ্রাম দেওয়া হয়েছে। গত জুনে প্যারাগুয়ের বিপক্ষে দ্বিতীয় হলুদ কার্ড দেখে চিলির বিপক্ষে নিষিদ্ধ হন তিনি। যেহেতু বলিভিয়ার বিপক্ষে মাত্র একটি ম্যাচেই তার খেলার সুযোগ ছিল এবং ব্রাজিল এরইমধ্যে বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে, তাই তাকে বিশ্রাম দেওয়ার সিদ্ধান্ত নেন কোচ আনচেলত্তি।

নেইমারের প্রত্যাবর্তন

দীর্ঘ দুই বছর পর জাতীয় দলে ফিরতে যাচ্ছেন নেইমার। ইনজুরি কাটিয়ে সান্তোসে খেলার মধ্য দিয়ে মাঠে ফেরেন তিনি। সর্বশেষ ২০২৩ সালের ১৭ অক্টোবর জাতীয় দলের হয়ে খেলেছিলেন নেইমার। তার ফেরা ব্রাজিল শিবিরে নতুন উদ্দীপনা যোগ করবে বলে আশা করছে সমর্থকরা।

নিশ্চিত হওয়া প্রাথমিক স্কোয়াড

  • গোলরক্ষক: গ্যাব্রিয়েল বারাজো (সান্তোস)

  • ডিফেন্ডার: এদের মিলিতাও (রিয়াল মাদ্রিদ)

  • ফুলব্যাক: ভিতিনিও (বোতাফোগো), পাউলো হেনরিখ (ভাস্কো দা গামা)

  • মিডফিল্ডার: দানিলো (বোতাফোগো), মার্কোস আন্তোনিও (সাও পাওলো)

  • ফরোয়ার্ড: কাইও হোর্হে (ক্রুজেইরো), নেইমার (সান্তোস), রদ্রিগো (রিয়াল মাদ্রিদ)

সূচি

  • ১ সেপ্টেম্বর: ক্যাম্প শুরু হবে তেরেসোপোলিসের গ্রাঞ্জা কোমারিতে।

  • ৫ সেপ্টেম্বর: মারাকানা স্টেডিয়ামে চিলির বিপক্ষে ম্যাচ।

  • ১০ সেপ্টেম্বর: এল আল্টোতে বলিভিয়ার বিপক্ষে শেষ ম্যাচ।

প্রেক্ষাপট

দক্ষিণ আমেরিকা অঞ্চলে ১৬ ম্যাচে ২৫ পয়েন্ট নিয়ে এরইমধ্যেই ২০২৬ বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে ব্রাজিল। শেষ দুই ম্যাচ আনুষ্ঠানিকতা হলেও, আনচেলত্তি এগুলোকে মূল পর্বের প্রস্তুতি হিসেবে নিচ্ছেন। তরুণ ও অভিজ্ঞদের মিশেলে ভারসাম্যপূর্ণ দল গঠনের প্রচেষ্টা চলছে।

Leave A Reply

বৈদেশিক কর্মসংস্থান, অভিবাস ও প্রবাস জীবন সংক্রান্ত অনলাইন নিউজ পোর্টাল।

যোগাযোগ

সিটি হার্ট শপিং কমপ্লেক্স (১১তম ফ্লো), রুম ১২/৮, ৬৭, নয়াপল্টন, ভিআইপি রোড, ঢাকা-১০০০, ফোন: +৮৮০ ১৫৩৩-১৯০৩৭১, ইমেইল: info@probashbulletin.com

Exit mobile version