প্রকাশিত: ঢাকা, মঙ্গলবার
ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাড়ে ৮ কেজি কোকেনসহ এক বিদেশি নারী যাত্রীকে আটক করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। গতকাল সোমবার দিবাগত গভীর রাতে দোহা থেকে আসা কাতার এয়ারওয়েজের একটি উড়োজাহাজ থেকে নামার পর তাঁকে আটক করা হয়।
আটক যাত্রী ও জব্দকৃত কোকেন
আটক ব্যক্তির নাম এম এস কারেন পেতুলা স্টাফেল। তাঁর কাছ থেকে উদ্ধার হওয়া ২২টি ডিম্বাকৃতির ফয়েল মোড়ানো প্যাকেটে মোট সাড়ে ৮ কেজি কোকেন পাওয়া গেছে। শুল্ক গোয়েন্দাদের প্রাথমিক মূল্যায়ন অনুযায়ী, জব্দ হওয়া মাদকের বাজারমূল্য প্রায় ১৩০ কোটি টাকা।
গোয়েন্দা অভিযান
শুল্ক গোয়েন্দা অধিদপ্তরের আজ মঙ্গলবারের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সোমবার রাতেই মহাপরিচালকের কাছে গোপন সংবাদ আসে— দোহা থেকে ঢাকায় আসা এক যাত্রী মাদক চোরাচালানে জড়িত থাকতে পারেন। তথ্যের ভিত্তিতে গোয়েন্দারা সতর্ক অবস্থান নেন। রাত আড়াইটার দিকে উড়োজাহাজটি অবতরণের পর যাত্রীকে চিহ্নিত করে ব্যাগেজ পরীক্ষা করা হয়। এ সময় তাঁর লাগেজ স্ক্যানিংয়ে সন্দেহজনক কিছু ধরা পড়ে। পরে সরেজমিনে তল্লাশি চালিয়ে কোকেন উদ্ধার করা হয়।
পরীক্ষায় সত্যতা
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিমানবন্দর ইউনিটের উপস্থিতিতে উদ্ধারকৃত নমুনা পরীক্ষা করা হয়। এতে নিশ্চিত হওয়া যায়, জব্দ প্যাকেটগুলোতে কোকেন রয়েছে।
আইনগত প্রক্রিয়া
শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর জানিয়েছে, আটক পেতুলা স্টাফেলকে বিমানবন্দর থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে। তাঁর বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি নেওয়া হচ্ছে।
👉 বিশ্লেষণ: সাম্প্রতিক সময়ে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে আন্তর্জাতিক মাদক চোরাচালান বৃদ্ধি পেয়েছে বলে গোয়েন্দা সংস্থাগুলো উদ্বেগ প্রকাশ করেছে। সাড়ে ৮ কেজি কোকেন জব্দ হওয়া এটিকে আবারও নতুন করে আলোচনায় নিয়ে এসেছে।