মঙ্গলবার, ১৯শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ | ৪ঠা নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

প্রকাশের তারিখ: সোমবার, ২০ অক্টোবর ২০২৫

আন্তর্জাতিক ডেস্ক | প্রবাস বুলেটিন

গাজা উপত্যকায় টানা হামলার মধ্যে একদিনে অন্তত ৪৫ জন ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। এর পরদিনই আংশিক যুদ্ধবিরতি পুনঃকার্যকরের ঘোষণা দিয়েছে ইসরায়েল। আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্স এ তথ্য নিশ্চিত করেছে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ১০ অক্টোবর যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে এখন পর্যন্ত ইসরায়েল ৮০ বার এই চুক্তি লঙ্ঘন করেছে। এসব হামলায় অন্তত ৯৭ জন ফিলিস্তিনি নিহত এবং ২৩০ জন আহত হয়েছেন।

💣 নতুন করে বিমান হামলা

রবিবার মধ্য ও দক্ষিণ গাজায় একাধিক বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। তাদের দাবি, হামাসের সশস্ত্র শাখা কাসেম ব্রিগেডস ইসরায়েলি সেনাদের ওপর হামলা চালায়, যার জবাবে তারা পাল্টা আক্রমণ করেছে।
রাফা এলাকায় চালানো হামলায় ২ ইসরায়েলি সেনা নিহত এবং ৩ জন আহত হয়েছে বলে দাবি করেছে আইডিএফ।

তবে এসব অভিযোগ “ভিত্তিহীন ও মিথ্যা” বলে উল্লেখ করে হামাস হামলার অভিযোগ প্রত্যাখ্যান করেছে।

⚔️ কাসেম ব্রিগেডস কমান্ডার নিহত

মধ্য গাজার আল-জাওয়াইদা শহরে এক বিমান হামলায় কাসেম ব্রিগেডসের এক কমান্ডারসহ ৬ সদস্য নিহত হয়েছেন বলে ইসরায়েলি বাহিনী দাবি করেছে।

🤝 জিম্মিদের মরদেহ হস্তান্তর

একই দিনে হামাস ২ ইসরায়েলি জিম্মির মরদেহ আন্তর্জাতিক মানবিক সংস্থা রেড ক্রসের মাধ্যমে ইসরায়েলের কাছে হস্তান্তর করেছে বলে ইসরায়েলি কর্তৃপক্ষ নিশ্চিত করেছে। তবে নিহত জিম্মিদের পরিচয় ও মৃত্যুর কারণ সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি।

📍 যুদ্ধবিরতির অনিশ্চয়তা

যদিও ইসরায়েল আংশিক যুদ্ধবিরতি পুনঃকার্যকর করার ঘোষণা দিয়েছে, তবে আন্তর্জাতিক পর্যবেক্ষকরা বলছেন, পুনঃরায় সংঘাত শুরু হওয়ার আশঙ্কা এখনও রয়ে গেছে। গাজা উপত্যকার অধিকাংশ এলাকায় এখনো বিমান হামলার আতঙ্ক ও মানবিক সংকট বিরাজ করছে।

সূত্র: রয়টার্স, গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়

— প্রবাস বুলেটিন আন্তর্জাতিক ডেস্ক

Leave A Reply

বৈদেশিক কর্মসংস্থান, অভিবাস ও প্রবাস জীবন সংক্রান্ত অনলাইন নিউজ পোর্টাল।

যোগাযোগ

সিটি হার্ট শপিং কমপ্লেক্স (১১তম ফ্লো), রুম ১২/৮, ৬৭, নয়াপল্টন, ভিআইপি রোড, ঢাকা-১০০০, ফোন: +৮৮০ ১৫৩৩-১৯০৩৭১, ইমেইল: info@probashbulletin.com

Exit mobile version