বৃহস্পতিবার, ২৭শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ১১ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

প্রকাশিত: বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে নজিরবিহীনভাবে একইসঙ্গে জয় পেয়েছেন ইসলামী ছাত্রশিবির–সমর্থিত প্যানেলের এক দম্পতি। ডাকসুর দীর্ঘ ইতিহাসে এটাই প্রথমবার, যখন স্বামী-স্ত্রী দুজন প্রার্থী হয়েই নির্বাচনে বিজয়ী হলেন।

বিজয়ী এই দম্পতির নাম রায়হান উদ্দীনউম্মে ছালমা। রায়হান উদ্দীন কার্যকরী সদস্য পদে এবং উম্মে ছালমা কমনরুম, রিডিংরুম ও ক্যাফেটেরিয়া সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন।

প্রাপ্ত ভোটের হিসাব

  • উম্মে ছালমা (কমনরুম, রিডিংরুম ও ক্যাফেটেরিয়া সম্পাদক): ৯,৯২০ ভোট

  • রায়হান উদ্দীন (কার্যকরী সদস্য): ৫,০৮২ ভোট

রায়হান ২০১৮-১৯ শিক্ষাবর্ষে ইংরেজি বিভাগে ভর্তি হন। ছালমা একই বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

বিজয়ের প্রতিক্রিয়া

ফল ঘোষণার পর রায়হান-ছালমা দম্পতি বলেন,

“আমরা আল্লাহর কাছে শুকরিয়া জানাই। শিক্ষার্থীরা আমাদের ওপর আস্থা রেখেছেন—এটা যেমন আনন্দের, তেমনি বড় দায়িত্বও।”

তারা আরও জানান,

“আমরা কোনো আনুষ্ঠানিক উদযাপন চাই না। আমাদের কাজই হবে উদযাপন। শিক্ষার্থীরা যদি দায়িত্ব শেষে বলে—‘তোমরা ভালো কাজ করেছো’, সেটিই হবে প্রকৃত অর্জন।”

এর আগে রায়হান উদ্দীন বলেন, তিনি ও তার স্ত্রী ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের মনোনয়ন পেয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছেন। নির্বাচিত হওয়ার পরও শিক্ষার্থীদের কল্যাণে কাজ করে যাওয়াই হবে তাদের মূল লক্ষ্য।

নতুন ইতিহাস

ডাকসুর ইতিহাসে স্বামী-স্ত্রীর প্রার্থী হওয়ার নজির নেই। সেই জায়গায় একসঙ্গে বিজয়কে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা একটি নতুন দৃষ্টান্তইতিহাস হিসেবে দেখছেন।

Leave A Reply

বৈদেশিক কর্মসংস্থান, অভিবাস ও প্রবাস জীবন সংক্রান্ত অনলাইন নিউজ পোর্টাল।

যোগাযোগ

সিটি হার্ট শপিং কমপ্লেক্স (১১তম ফ্লো), রুম ১২/৮, ৬৭, নয়াপল্টন, ভিআইপি রোড, ঢাকা-১০০০, ফোন: +৮৮০ ১৫৩৩-১৯০৩৭১, ইমেইল: info@probashbulletin.com

Exit mobile version