মঙ্গলবার, ১৯শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ | ৪ঠা নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

প্রকাশের তারিখ: রোববার, ২ নভেম্বর ২০২৫

সংবাদ প্রতিবেদন:
জাতীয় ঐকমত্য কমিশনের দেওয়া জুলাই সনদ ও সংস্কার বাস্তবায়নের প্রক্রিয়া নিয়ে বিএনপি ও জামায়াতের পাল্টাপাল্টি অবস্থানকে ‘রাজনৈতিক বিভ্রান্তি’ হিসেবে আখ্যায়িত করেছেন **জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)**র আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, “এক দল সংস্কারকে ভেস্তে দিচ্ছে, আরেক দল নির্বাচন পেছানোর চেষ্টা করছে।”

আজ (রোববার) দুপুরে রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে কথা বলেন নাহিদ ইসলাম। সংবাদ সম্মেলনে কোনো লিখিত বক্তব্য না দিয়ে সরাসরি প্রশ্নোত্তর পর্বের মাধ্যমে মতামত প্রকাশ করেন তিনি।

🔹 বিএনপি–জামায়াত দ্বন্দ্ব

নাহিদ ইসলাম বলেন, “বিএনপি ঐকমত্য কমিশনের শুরু থেকেই মৌলিক বিষয়গুলোয় নোট অব ডিসেন্ট দিয়ে বিরোধিতা করেছে। ফলে সংস্কারের পক্ষে তারা কতটা আন্তরিক, তা নিয়ে প্রশ্ন আছে। অন্যদিকে জামায়াতের কার্যক্রমে মনে হচ্ছে, নির্বাচন পেছানোর উদ্দেশ্য থাকতে পারে।”

তিনি আরও বলেন, “গণভোট আগে না নির্বাচনের দিন—এই ইস্যুতে বিএনপি ও জামায়াত অপ্রয়োজনীয় দ্বন্দ্বে জড়িয়েছে। এ ধরনের দ্বন্দ্ব সংস্কার প্রক্রিয়াকে বিভ্রান্ত করছে।”

🔹 জুলাই সনদ জারি নিয়ে অবস্থান

এনসিপি আহ্বায়ক জানান, তাঁর দল ফেব্রুয়ারিতেই যথাসময়ে নির্বাচন এবং জুলাই সনদের আইনি ভিত্তি ও বাস্তবায়ন চায়। তাঁর দাবি, “চলতি মাসের মধ্যেই অধ্যাপক মুহাম্মদ ইউনূসের মাধ্যমে সনদটি জারি হওয়া উচিত। রাষ্ট্রপতি কার্যালয় থেকে সনদ জারি হলে তার কোনো রাজনৈতিক বা আইনি ভিত্তি থাকবে না।”

তিনি বলেন, “সনদে যে মৌলিক সংস্কারে ঐকমত্য হয়েছে, সেগুলোই গণভোটে তোলা উচিত। আর গণভোট নির্বাচনের দিন বা তার আগে—দুই সময়েই হতে পারে। বিষয়টি সরকার ও নির্বাচন কমিশনের ওপর ছেড়ে দেওয়া যেতে পারে।”

🔹 আওয়ামী লীগ প্রশ্নে ঐক্যবদ্ধতার আহ্বান

নাহিদ ইসলাম বলেন, “নির্বাচন যত ঘনিয়ে আসবে, রাজনৈতিক অনৈক্য তত বাড়বে। তবে আওয়ামী লীগ প্রশ্নে সব বিরোধী শক্তিকে ঐক্যবদ্ধ থাকতে হবে। কারণ, নির্বাচন ভণ্ডুলের ষড়যন্ত্র আওয়ামী লীগের পক্ষ থেকেই হতে পারে।”

তিনি আরও বলেন, “আওয়ামী লীগ বিভিন্ন দলে অনুপ্রবেশ করে নির্বাচনী প্রক্রিয়া নষ্ট করতে পারে। তাই সবাইকে সতর্ক থাকতে হবে।”

🔹 আওয়ামী লীগের বিচার দাবিতে এনসিপির সমর্থন

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দল হিসেবে আওয়ামী লীগের বিচারের দাবিকে সমর্থন জানিয়ে নাহিদ ইসলাম বলেন, “গণহত্যার দায় শুধু শেখ হাসিনার নয়, দল হিসেবে আওয়ামী লীগকেও তার দায় নিতে হবে।”

🔹 ভারতের সঙ্গে সম্পর্ক

ভারতের প্রতি নীতিগত পরিবর্তনের আহ্বান জানিয়ে তিনি বলেন, “ভারত যদি সত্যিকারের সুসম্পর্ক চায়, তবে তাদের আওয়ামী লীগের দৃষ্টিভঙ্গি থেকে সরে এসে বাংলাদেশের জনগণের সঙ্গে সম্পর্ক গড়ে তুলতে হবে।”

🔹 নির্বাচনে অংশগ্রহণ ও প্রার্থী ঘোষণা

এনসিপি আহ্বায়ক জানান, তাঁর দল আসন্ন সংসদ নির্বাচনে অংশ নিচ্ছে। প্রার্থীর তালিকা এই মাসেই প্রকাশ করা হবে। তিনি বলেন, “আমরা ৩০০ আসন ধরেই প্রস্তুতি নিচ্ছি। আমি ঢাকার সন্তান, তাই সম্ভবত ঢাকাই থেকে প্রার্থী হবো।”

জোট প্রসঙ্গে তিনি বলেন, “যারা সংস্কারের পক্ষে নয়, তাদের সঙ্গে আমাদের জোট সম্ভব নয়। তবে যেসব দলের নীতিগত অবস্থান আমাদের কাছাকাছি, তাদের সঙ্গে আলোচনা হতে পারে।”

নির্বাচন কমিশনের সিদ্ধান্তে দলীয় প্রতীক জটিলতা প্রসঙ্গে নাহিদ অভিযোগ করে বলেন, “আমাদের নির্বাচনী কার্যক্রম বাধাগ্রস্ত করতেই নির্বাচন কমিশন এ পদক্ষেপ নিয়েছে।”

Leave A Reply

বৈদেশিক কর্মসংস্থান, অভিবাস ও প্রবাস জীবন সংক্রান্ত অনলাইন নিউজ পোর্টাল।

যোগাযোগ

সিটি হার্ট শপিং কমপ্লেক্স (১১তম ফ্লো), রুম ১২/৮, ৬৭, নয়াপল্টন, ভিআইপি রোড, ঢাকা-১০০০, ফোন: +৮৮০ ১৫৩৩-১৯০৩৭১, ইমেইল: info@probashbulletin.com

Exit mobile version