মঙ্গলবার, ১৯শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ | ৪ঠা নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

প্রকাশিত: সোমবার, ৬ অক্টোবর ২০২৫
ঢাকা প্রতিবেদক | প্রবাস বুলেটিন

বাংলাদেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে যে বহুল প্রত্যাশিত জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে, তাতে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া শারীরিকভাবে সক্ষম থাকলে নিশ্চয়ই ভূমিকা রাখবেন বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান

সোমবার (৬ অক্টোবর) বিবিসি বাংলায় প্রকাশিত এক বিশেষ সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।


খালেদা জিয়ার ভূমিকা নিয়ে তারেক রহমানের বক্তব্য

বিবিসি বাংলা জানতে চায়, আসন্ন নির্বাচনে খালেদা জিয়া কোনো ভূমিকায় থাকবেন কি না। জবাবে তারেক রহমান বলেন,

“গণতন্ত্রকে পুনঃপ্রতিষ্ঠিত করার প্রথম পদক্ষেপ হিসেবে যে জনপ্রত্যাশিত নির্বাচনটি অনুষ্ঠিত হতে যাচ্ছে, শারীরিক সক্ষমতা থাকলে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া তাতে নিশ্চয়ই কিছু না কিছু ভূমিকা রাখবেন।”

তিনি বলেন, বাংলাদেশের গণতন্ত্র রক্ষায় খালেদা জিয়ার অবদান অপরিসীম।

“স্বৈরাচারের সময় তাঁর ওপর যে অত্যাচারের খড়্গ নেমে আসে, তিনি আপস করেননি। একজন সুস্থ মানুষ জেলে গিয়েছিলেন, কিন্তু অসুস্থ অবস্থায় ফিরেছেন। তাঁকে চিকিৎসার সুযোগ থেকেও বঞ্চিত করা হয়েছে।”

আরও নির্দিষ্টভাবে জানতে চাইলে, সেটি নির্বাচনে অংশগ্রহণ হতে পারে কি না—এ প্রশ্নের জবাবে তারেক রহমান বলেন,

“এটি আমি এখনো বলতে পারছি না। তাঁর শারীরিক সক্ষমতার ওপর বিষয়টি নির্ভর করছে।”


বিএনপির ভবিষ্যৎ নেতৃত্বে পরিবারের প্রভাব প্রসঙ্গে

বিবিসি বাংলার প্রশ্নে বিএনপির ভবিষ্যৎ নেতৃত্বে পরিবারের ভূমিকা নিয়ে তারেক রহমান বলেন,

“রাজনীতি পরিবারকরণ নয়, এটি সমর্থনের ভিত্তিতে হয়। যে সংগঠিত করতে পারবে, জনগণকে ঐক্যবদ্ধ করতে পারবে, দলকে সামনে এগিয়ে নিতে পারবে—তিনিই এগিয়ে যাবেন। সময় ও পরিস্থিতি প্রমাণ করবে কে সেই ভূমিকা রাখতে সক্ষম।”

তিনি আরও বলেন, রাজনীতি করতে গিয়ে তিনি নিজেও নির্যাতন, জেল-জুলুম ও অপপ্রচারের শিকার হয়েছেন।

“আমি শারীরিকভাবে নির্যাতিত হয়েছি, মিথ্যা মামলায় জড়ানো হয়েছে। প্রতিটি স্তর পেরিয়ে আজ এখানে এসেছি।”

তারেক রহমানের স্ত্রী বা পরিবারের অন্য সদস্যরা রাজনীতিতে আসবেন কি না—এ প্রশ্নের উত্তরে তিনি জানান,

“এটি সময় ও পরিস্থিতির ওপর নির্ভর করবে।”


১৭ বছর পর প্রথম সাক্ষাৎকার

২০০৮ সালের সেপ্টেম্বর থেকে যুক্তরাজ্যের লন্ডনে নির্বাসিত জীবনযাপন করছেন তারেক রহমান। দীর্ঘ ১৭ বছর পর এই প্রথম কোনো গণমাধ্যমে সাক্ষাৎকার দিলেন তিনি।
বিবিসি বাংলার সম্পাদক মীর সাব্বিরজ্যেষ্ঠ সাংবাদিক কাদির কল্লোল এই সাক্ষাৎকার নিয়েছেন।
৪৪ মিনিট দীর্ঘ এই সাক্ষাৎকারের প্রথম পর্ব সোমবার সকালে প্রকাশিত হয়েছে, আর দ্বিতীয় পর্ব প্রকাশ পাবে মঙ্গলবার।

Leave A Reply

বৈদেশিক কর্মসংস্থান, অভিবাস ও প্রবাস জীবন সংক্রান্ত অনলাইন নিউজ পোর্টাল।

যোগাযোগ

সিটি হার্ট শপিং কমপ্লেক্স (১১তম ফ্লো), রুম ১২/৮, ৬৭, নয়াপল্টন, ভিআইপি রোড, ঢাকা-১০০০, ফোন: +৮৮০ ১৫৩৩-১৯০৩৭১, ইমেইল: info@probashbulletin.com

Exit mobile version