বুধবার, ১২ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ২৭শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ

স্টাফ রিপোর্টার | ঢাকা | ২৭ আগস্ট ২০২৫

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আব্দুর রহমান খান বলেছেন, সাধারণ মানুষের প্রত্যাশা পূরণ ও দুর্নীতিমুক্ত দেশ গড়তে ক্যাশলেস অর্থনীতি চালুর কোনো বিকল্প নেই।

বুধবার (২৭ আগস্ট) সকালে রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত ‘ক্যাশলেস বাংলাদেশ সামিট’-এর আলোচনায় তিনি বলেন, নগদবিহীন অর্থনীতি পুরোপুরি চালু হলে কর ফাঁকি বন্ধ হবে এবং রাষ্ট্রীয় কোষাগার আরও সমৃদ্ধ হবে।

মূল বক্তব্যসমূহ:

  • এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমান খান:

    “ক্যাশলেস অর্থনীতি কেবল প্রযুক্তিগত উন্নয়ন নয়, এটি একটি দুর্নীতিমুক্ত রাষ্ট্র গড়ার অন্যতম হাতিয়ার।”

  • ড. দেবপ্রিয় ভট্টাচার্য, সিপিডির ফেলো ও অর্থনীতিবিদ:
    দেশের প্রায় ৯৫ শতাংশ মানুষ এখনো নগদ লেনদেনে নির্ভরশীল উল্লেখ করে তিনি সতর্ক করেন, ক্যাশলেস অর্থনীতি যেন আয়হীন অর্থনীতিতে পরিণত না হয়।

  • মাশরুর আরেফিন, এমডি, সিটি ব্যাংক:
    ক্যাশলেস সমাজ গড়তে নিম্ন আয়ের মানুষের মোবাইল ফোনের শুল্ক কমানোর সুপারিশ করেন তিনি।

প্রেক্ষাপট:

বাংলাদেশে মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস), ডিজিটাল ব্যাংকিং এবং অনলাইন পেমেন্ট ক্রমেই জনপ্রিয় হলেও নগদ লেনদেন এখনো প্রধান মাধ্যম। বিশেষজ্ঞরা বলছেন, সচেতনতা বৃদ্ধি, প্রযুক্তিগত অবকাঠামো শক্তিশালীকরণ এবং নীতিগত সুবিধা না দিলে ক্যাশলেস অর্থনীতি বাস্তবায়ন কঠিন হয়ে পড়বে।

Leave A Reply

বৈদেশিক কর্মসংস্থান, অভিবাস ও প্রবাস জীবন সংক্রান্ত অনলাইন নিউজ পোর্টাল।

যোগাযোগ

সিটি হার্ট শপিং কমপ্লেক্স (১১তম ফ্লো), রুম ১২/৮, ৬৭, নয়াপল্টন, ভিআইপি রোড, ঢাকা-১০০০, ফোন: +৮৮০ ১৫৩৩-১৯০৩৭১, ইমেইল: info@probashbulletin.com

Exit mobile version