বৃহস্পতিবার, ২৭শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ১১ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

প্রকাশিত: বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছেন স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য প্যানেলের সহসভাপতি (ভিপি) প্রার্থী উমামা ফাতেমা। ফলাফল ঘোষণার প্রক্রিয়া চলাকালে মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দিবাগত রাত সোয়া তিনটার পর নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এই ঘোষণা দেন।

ফেসবুক পোস্টে উমামা ফাতেমা লিখেছেন—

“বয়কট! বয়কট! ডাকসু বর্জন করলাম।”

তিনি নির্বাচনের ফলাফলকে আখ্যায়িত করেছেন—

“সম্পূর্ণ নির্লজ্জ কারচুপির নির্বাচন।”

পোস্টে আরও উল্লেখ করেন,

“৫ আগস্টের পরে জাতিকে লজ্জা উপহার দিল ঢাবি প্রশাসন। শিবির পালিত প্রশাসন।”

প্রেক্ষাপট

মঙ্গলবার সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত ডাকসুর ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। রাত দেড়টার দিকে বিভিন্ন কেন্দ্রে ফলাফল ঘোষণা শুরু হয়। প্রাথমিক ফলাফলে দেখা যায়, ইসলামী ছাত্রশিবির–সমর্থিত ‘ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট’-এর প্রার্থীরা বেশিরভাগ পদে এগিয়ে আছেন।

এমন পরিস্থিতিতেই উমামা ফাতেমা নির্বাচন বর্জনের ঘোষণা দেন।

Leave A Reply

বৈদেশিক কর্মসংস্থান, অভিবাস ও প্রবাস জীবন সংক্রান্ত অনলাইন নিউজ পোর্টাল।

যোগাযোগ

সিটি হার্ট শপিং কমপ্লেক্স (১১তম ফ্লো), রুম ১২/৮, ৬৭, নয়াপল্টন, ভিআইপি রোড, ঢাকা-১০০০, ফোন: +৮৮০ ১৫৩৩-১৯০৩৭১, ইমেইল: info@probashbulletin.com

Exit mobile version