বৃহস্পতিবার, ২৭শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ১১ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

প্রকাশিত: বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কেন্দ্রীয় গোয়েন্দা সেল (সিআইসি) সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পূবালী ব্যাংকের একটি লকার জব্দ করেছে। বুধবার (১০ সেপ্টেম্বর) সকালে রাজধানীর সেনা কল্যাণ ভবনে অবস্থিত পূবালী ব্যাংকের মতিঝিল করপোরেট শাখায় এ অভিযান চালানো হয়।

লকার ও হিসাব জব্দ

এনবিআর সূত্রে জানা গেছে—

  • সংশ্লিষ্ট শাখার ১২৮ নম্বর লকারটি শেখ হাসিনার নামে নিবন্ধিত

  • ব্যাংকে তাঁর নামে দুটি হিসাব পাওয়া গেছে।

    • একটি হিসাবে ১২ লাখ টাকা এফডিআর রয়েছে।

    • অন্যটিতে ৪৪ লাখ টাকা জমা পাওয়া গেছে।
      ➡️ মোট ৫৬ লাখ টাকা এবং সংশ্লিষ্ট হিসাব জব্দ করা হয়েছে।

এখন থেকে এই অর্থ উত্তোলন নিষিদ্ধ থাকবে বলে জানিয়েছেন এনবিআর কর্মকর্তারা।

তদন্তের অংশ

এ বিষয়ে এনবিআরের গোয়েন্দা সেলের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন,

“বৃহত্তর তদন্তের স্বার্থে শেখ হাসিনার লকার ও ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে।”

তাঁর মতে, লকারে স্বর্ণালংকার ও গুরুত্বপূর্ণ নথি থাকতে পারে। তবে খুলে না দেখা পর্যন্ত সঠিকভাবে কিছু বলা সম্ভব নয়।

রাজনৈতিক প্রেক্ষাপট

গত বছর ৫ আগস্ট ছাত্র–জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতন হয়। এ সময় তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশত্যাগ করেন।
পরবর্তীতে অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় এসে তাঁর ও পরিবারের সদস্যদের কর ফাঁকি ও দুর্নীতির বিরুদ্ধে তদন্ত শুরু করে। সেই তদন্তের ধারাবাহিকতায় এনবিআর আজকের এই অভিযান চালায়।

Leave A Reply

বৈদেশিক কর্মসংস্থান, অভিবাস ও প্রবাস জীবন সংক্রান্ত অনলাইন নিউজ পোর্টাল।

যোগাযোগ

সিটি হার্ট শপিং কমপ্লেক্স (১১তম ফ্লো), রুম ১২/৮, ৬৭, নয়াপল্টন, ভিআইপি রোড, ঢাকা-১০০০, ফোন: +৮৮০ ১৫৩৩-১৯০৩৭১, ইমেইল: info@probashbulletin.com

Exit mobile version