সোমবার, ২৪শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ৮ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

প্রকাশিত: শনিবার, ঢাকা

রাজধানীর যানজট নিরসনে আজ শনিবার থেকে চালু হলো অটোমেটিক ট্রাফিক সিগন্যাল অটোমেশন সিস্টেমের পরীক্ষামূলক কার্যক্রম। প্রাথমিকভাবে ঢাকার দুই সিটি করপোরেশনের আওতাধীন সাতটি ইন্টারসেকশনে এ সিস্টেম চালু করা হয়েছে।

অন্তর্বর্তী সরকারের উদ্যোগে চালু হওয়া এ প্রকল্পের লক্ষ্য নগরবাসীকে তীব্র যানজট থেকে মুক্তি দেওয়া এবং যানজটে নষ্ট হওয়া কর্মঘণ্টা কমানো। প্রথম ধাপে হাইকোর্ট থেকে আব্দুল্লাহপুর পর্যন্ত সাতটি পয়েন্টে এই ব্যবস্থা কার্যকর করা হয়েছে। পর্যায়ক্রমে রাজধানীর ২২টি ইন্টারসেকশনে এ সিস্টেম চালু হবে।

অংশীজন ও বাস্তবায়ন কাঠামো

  • ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন

  • ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ)

  • বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)

  • ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ

ডিটিসিএর নির্বাহী পরিচালক নীলিমা আখতার জানান, এ উদ্যোগের মূল লক্ষ্য সচেতনতা বৃদ্ধি। পরীক্ষামূলক সময়সীমা দুই থেকে তিন সপ্তাহ রাখা হয়েছে, যাতে সক্ষমতা যাচাই ও সম্ভাব্য ত্রুটি শনাক্ত করা যায়।

সরকারের উদ্যোগ

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী শেখ মঈনউদ্দিন জানিয়েছেন, শহরজুড়ে এ ব্যবস্থা সম্প্রসারণের লক্ষ্যে ইতোমধ্যেই দরপত্র আহ্বান করেছে দুই সিটি করপোরেশন।

ট্রাফিক পুলিশের সতর্কবার্তা

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগের অতিরিক্ত পুলিশ কমিশনার মো. সরওয়ার সাংবাদিকদের বলেন, “এই সিস্টেম চালু হওয়ার পর থেকে সিগন্যাল অমান্য করলে সরাসরি জরিমানা গুনতে হবে।”


👉 রাজধানীর যানজট নিরসনে অটোমেটিক সিগন্যাল ব্যবস্থা একটি যুগান্তকারী পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। পরীক্ষামূলক সময় শেষে পুরো শহরে এ সিস্টেম চালুর পর নগরবাসী কতটা সুফল পাবে তা নিয়ে সবার নজর এখন সরকারের পরবর্তী পদক্ষেপে।

Leave A Reply

বৈদেশিক কর্মসংস্থান, অভিবাস ও প্রবাস জীবন সংক্রান্ত অনলাইন নিউজ পোর্টাল।

যোগাযোগ

সিটি হার্ট শপিং কমপ্লেক্স (১১তম ফ্লো), রুম ১২/৮, ৬৭, নয়াপল্টন, ভিআইপি রোড, ঢাকা-১০০০, ফোন: +৮৮০ ১৫৩৩-১৯০৩৭১, ইমেইল: info@probashbulletin.com

Exit mobile version