রবিবার, ২৩শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ৭ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

🗓️ প্রকাশিত: শনিবার, ৩০ আগস্ট ২০২৫

যুক্তরাষ্ট্রের আরোপ করা উচ্চ পাল্টা ও শাস্তিমূলক শুল্ক উপেক্ষা করেই আগামী সেপ্টেম্বরে রাশিয়া থেকে জ্বালানি তেল আমদানি বাড়াতে যাচ্ছে ভারত। বিষয়টি নিশ্চিত করেছে দেশটির তেলবাণিজ্য সংশ্লিষ্ট ব্যবসায়ীরা।

শুল্ক সত্ত্বেও রাশিয়ার দিকে ঝুঁকছে ভারত

  • রাশিয়ার সঙ্গে তেলবাণিজ্য বন্ধে চাপ দিতেই যুক্তরাষ্ট্র ভারতীয় পণ্যের ওপর শুল্ক দ্বিগুণ করেছে।

  • গত বুধবার (২৭ আগস্ট) থেকে কার্যকর হওয়া এ শুল্কের হার দাঁড়িয়েছে ৫০ শতাংশ।

  • ওয়াশিংটন বলছে, ভারতের সস্তা দামে রুশ তেল কেনা মস্কোর যুদ্ধ অর্থনীতিকে টিকিয়ে রাখছে।

ভারতের অবস্থান

ভারতের পরিশোধনকারীরা বলছেন, যেখানে “সেরা চুক্তি” পাওয়া যাবে, সেখান থেকেই তারা তেল কিনবেন।

  • বর্তমানে ভারতের মোট অপরিশোধিত জ্বালানি চাহিদার প্রায় ৪০% আসছে রাশিয়া থেকে।

  • সেপ্টেম্বরে দেশটি রুশ তেল আমদানি ১০–২০% বাড়াতে পারে, যা দৈনিক দেড় থেকে তিন লাখ ব্যারেলের সমান।

প্রেক্ষাপট

২০২২ সালে ইউক্রেন যুদ্ধ শুরুর পর পশ্চিমা নিষেধাজ্ঞায় রাশিয়ার তেল সরবরাহ কমে যায়। এ অবস্থায় ভারত রাশিয়ার সবচেয়ে বড় ক্রেতায় পরিণত হয়।

  • চীন ও তুরস্ক রাশিয়ার অপরিশোধিত তেলের অন্য দুই প্রধান ক্রেতা।

  • যুক্তরাষ্ট্র অভিযোগ করেছে, ভারত সস্তা তেল থেকে অতিরিক্ত মুনাফা করছে।

  • অন্যদিকে ভারত দাবি করছে, পশ্চিমারা নিজেরাও রাশিয়া থেকে শত শত কোটি ডলারের পণ্য কিনছে, অথচ দিল্লিকে দায়ী করা হচ্ছে দ্বিমুখী নীতির কারণে।

কূটনৈতিক টানাপোড়েন

  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন ভারতের কঠোর সমালোচনা করছে।

  • ভারত আলোচনার মাধ্যমে শুল্ক সমস্যার সমাধানের কথা বললেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বর্তমানে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকসহ নানা কূটনৈতিক ব্যস্ততায় রয়েছেন।

➡️ বিশ্লেষকদের মতে, শুল্কের চাপ সাময়িক প্রভাব ফেললেও ভারতের জ্বালানি নিরাপত্তার জন্য রাশিয়ার সস্তা তেল ছাড়তে পারবে না দিল্লি।

Leave A Reply

বৈদেশিক কর্মসংস্থান, অভিবাস ও প্রবাস জীবন সংক্রান্ত অনলাইন নিউজ পোর্টাল।

যোগাযোগ

সিটি হার্ট শপিং কমপ্লেক্স (১১তম ফ্লো), রুম ১২/৮, ৬৭, নয়াপল্টন, ভিআইপি রোড, ঢাকা-১০০০, ফোন: +৮৮০ ১৫৩৩-১৯০৩৭১, ইমেইল: info@probashbulletin.com

Exit mobile version