সোমবার, ১৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ | ১লা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

প্রকাশের সময়: সোমবার, ১০ নভেম্বর ২০২৫

বিশ্বজুড়ে মুসলমানদের জন্য পবিত্র রমজান মাসের আগমনী বার্তা বয়ে এনেছে সময়। আসন্ন রমজান শুরু হতে আর মাত্র ১০০ দিন বাকি। ইতোমধ্যে রোজা ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ নিয়ে আগ্রহ দেখা দিয়েছে ধর্মপ্রাণ মুসলমানদের মধ্যে।

শনিবার (৮ নভেম্বর) ইসলামধর্ম বিষয়ক ওয়েবসাইট ‘ইসলামিক ইনফরমেশন’ তাদের ফেসবুক পেজে জানিয়েছে, রমজান শুরু হতে এখনো ১০০ দিন বাকি রয়েছে।


🔹 মধ্যপ্রাচ্যে রমজান শুরুর সম্ভাব্য তারিখ

মধ্যপ্রাচ্যের জ্যোতির্বিদ্যা সংস্থা এমিরেট অ্যাস্ট্রোনমি সোসাইটির চেয়ারম্যান ইব্রাহিম আল জারওয়ান গালফ নিউজকে জানান, ১৪৪৭ হিজরি সনের রমজানের চাঁদ দেখা যাবে ১৭ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে। তবে ওইদিন সূর্যাস্তের মাত্র এক মিনিট পর চাঁদ অস্ত যাবে বলে খালি চোখে চাঁদ দেখা সম্ভব নয়
তাঁর পূর্বাভাস অনুযায়ী, মধ্যপ্রাচ্যে রমজান শুরু হবে ১৯ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) থেকে।

তিনি আরও জানান, রমজানের প্রথমদিকে মুসলমানদের রোজার সময় হবে প্রায় ১২ ঘণ্টা, আর মাসের শেষদিকে দিন বড় হওয়ায় রোজার সময়সীমা বেড়ে ১৩ ঘণ্টা পর্যন্ত হতে পারে


🔹 সৌদি আরবের প্রস্তুতি

সংবাদমাধ্যম আল–আরাবিয়া জানিয়েছে, সৌদি আরবের চাঁদ দেখা কমিটি আগামী ১৮ ফেব্রুয়ারি বৈঠকে বসবে। যদিও দেশটি প্রায়ই তাদের উম্মুল কুরা ক্যালেন্ডার অনুসারে রমজান ও ঈদের তারিখ ঘোষণা করে থাকে।


🔹 বাংলাদেশে রমজান ও ঈদের সম্ভাব্য সময়

জ্যোতির্বিদদের হিসাবে, মধ্যপ্রাচ্যের একদিন পর দক্ষিণ এশিয়ার দেশগুলোতে রমজান শুরু হবে। সে অনুযায়ী, বাংলাদেশ, ভারত ও পাকিস্তানে রমজান শুরু হতে পারে ২০ ফেব্রুয়ারি (শুক্রবার) থেকে।
এই হিসেবে ২০২৬ সালের পবিত্র ঈদুল ফিতর পালিত হতে পারে ২১ মার্চ (শনিবার)


🔹 চূড়ান্ত সিদ্ধান্ত চাঁদ দেখার ওপর

ইসলামিক ক্যালেন্ডার অনুযায়ী, প্রতিটি মাসের শুরু নির্ধারিত হয় চাঁদ দেখার ভিত্তিতে। তাই রমজান ও ঈদের সঠিক তারিখ ঘোষণার দায়িত্বে থাকবে জাতীয় চাঁদ দেখা কমিটি

Leave A Reply

বৈদেশিক কর্মসংস্থান, অভিবাস ও প্রবাস জীবন সংক্রান্ত অনলাইন নিউজ পোর্টাল।

যোগাযোগ

সিটি হার্ট শপিং কমপ্লেক্স (১১তম ফ্লো), রুম ১২/৮, ৬৭, নয়াপল্টন, ভিআইপি রোড, ঢাকা-১০০০, ফোন: +৮৮০ ১৫৩৩-১৯০৩৭১, ইমেইল: info@probashbulletin.com

Exit mobile version