সোমবার, ১৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ | ১লা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

তারিখ: ১৭ নভেম্বর ২০২৫, রোববার

সংযুক্ত আরব আমিরাতে ২০২৬ সালের পবিত্র ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ জানানো হয়েছে। দেশটির জ্যোতির্বিজ্ঞানীরা হিসাব–নির্ভর পর্যবেক্ষণে জানিয়েছেন, আগামী বছর ঈদুল ফিতর উদ্‌যাপিত হতে পারে ২০ মার্চ, শুক্রবার

আমিরাতের জ্যোতির্বিজ্ঞান সমিতির চেয়ারম্যান ইব্রাহিম আল জারওয়ান বলেন, ১৪৪৭ হিজরি সনের পবিত্র রমজান মাসের চাঁদ ১৭ ফেব্রুয়ারি (মঙ্গলবার) দেখা যেতে পারে। তবে সেদিন সন্ধ্যায় চাঁদ দেখা কঠিন হওয়ায় পরদিন থেকে রোজা শুরুর সম্ভাবনা বেশি। হিসাব অনুযায়ী, রমজান শুরু হতে পারে ১৯ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) এবং মাসটি ৩০ দিন পূর্ণ হওয়ার সম্ভাবনাও রয়েছে।

৪ দিনের সম্ভাব্য ছুটি

রোজা ৩০ দিন হলে আমিরাতের সরকারি ছুটির ক্যালেন্ডার অনুযায়ী, পবিত্র ঈদুল ফিতরকে কেন্দ্র করে দেশটির বাসিন্দারা ১৯ মার্চ (বৃহস্পতিবার) থেকে ২২ মার্চ (রোববার) পর্যন্ত চার দিনের ছুটি পাবেন। এরপর ২৩ মার্চ (সোমবার) থেকে নিয়মিত অফিস শুরু হবে।

জ্যোতির্বৈজ্ঞানিক পূর্বাভাস ও চূড়ান্ত সিদ্ধান্ত

জারওয়ান বলেন, সবকিছু জ্যোতির্বৈজ্ঞানিক হিসাবে মিললে ১৪৪৭ হিজরি সনের প্রথম শাওয়াল অর্থাৎ ঈদের দিন হবে ২০ মার্চ ২০২৬, শুক্রবার। তবে চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে আমিরাতের চাঁদ দেখা কমিটি, নির্ধারিত সময়ের কাছাকাছি গিয়ে।

ইসলামিক বর্ষপঞ্জির অন্যতম প্রধান উৎসব ঈদুল ফিতর রোজার মাস শেষে মুসলিমরা আনন্দ–উৎসব, নামাজ, দান–খয়রাত এবং পারিবারিক মিলনমেলার মাধ্যমে উদ্‌যাপন করে।

Leave A Reply

বৈদেশিক কর্মসংস্থান, অভিবাস ও প্রবাস জীবন সংক্রান্ত অনলাইন নিউজ পোর্টাল।

যোগাযোগ

সিটি হার্ট শপিং কমপ্লেক্স (১১তম ফ্লো), রুম ১২/৮, ৬৭, নয়াপল্টন, ভিআইপি রোড, ঢাকা-১০০০, ফোন: +৮৮০ ১৫৩৩-১৯০৩৭১, ইমেইল: info@probashbulletin.com

Exit mobile version