মঙ্গলবার, ১৯শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ | ৪ঠা নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

প্রকাশের তারিখ: ২৩ অক্টোবর ২০২৫

স্টাফ রিপোর্টার | প্রবাস বুলেটিন ডেস্ক

আওয়ামী লীগ শাসনামলে টিএফআই-জেআইসি সেলের মাধ্যমে সংঘটিত গুম, খুন ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দায়ের করা তিনটি মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারাধীন ১৫ জন সেনা কর্মকর্তার পক্ষে আর আইনজীবী হিসেবে কাজ করবেন না ব্যারিস্টার এম সরোয়ার হোসেন।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বিষয়টি নিশ্চিত করে বলেন,

“আমি গুমের অভিযোগে যে মামলা করেছিলাম, সেই মামলারই কিছু আসামি এই ১৫ জনের মধ্যে রয়েছে। ফলে বাংলাদেশ বার কাউন্সিলের নৈতিকতা নীতিমালা অনুযায়ী আমি তাদের পক্ষে আইনি লড়াই করতে পারি না। এ কারণে আমি নিজেকে তাদের পক্ষে আইনজীবী হিসেবে প্রত্যাহার করেছি।”

ব্যারিস্টার সরোয়ার হোসেন আরও জানান, তিনি নিজেই ট্রাইব্যুনাল ও গুম কমিশনে সাবেক সেনাপ্রধান জেনারেল (অব.) এস এম শফিউদ্দিন আহমেদসহ তিন সাবেক ঊর্ধ্বতন সেনা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছিলেন। যাদের একজন বর্তমানে আটক ১৫ সেনা কর্মকর্তার মধ্যে রয়েছেন।

এর আগে বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ অভিযুক্ত সেনা কর্মকর্তাদের পক্ষে প্রাথমিক শুনানিতে অংশ নিয়েছিলেন ব্যারিস্টার সরোয়ার। পরবর্তীতে নৈতিক কারণে সেই দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন তিনি।

উল্লেখ্য, টিএফআই-জেআইসি সেল (টাস্কফোর্স ফর ইন্টারোগেশন – জয়েন্ট ইনটেরোগেশন সেল) আওয়ামী লীগ সরকারের সময়ে বিভিন্ন বিরোধী রাজনৈতিক কর্মী ও সাধারণ নাগরিকের নিখোঁজ ও নির্যাতনের অভিযোগে আন্তর্জাতিক তদন্তের মুখে রয়েছে।

সূত্র: সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ব্যারিস্টার এম সরোয়ার হোসেনের বক্তব্য

Leave A Reply

বৈদেশিক কর্মসংস্থান, অভিবাস ও প্রবাস জীবন সংক্রান্ত অনলাইন নিউজ পোর্টাল।

যোগাযোগ

সিটি হার্ট শপিং কমপ্লেক্স (১১তম ফ্লো), রুম ১২/৮, ৬৭, নয়াপল্টন, ভিআইপি রোড, ঢাকা-১০০০, ফোন: +৮৮০ ১৫৩৩-১৯০৩৭১, ইমেইল: info@probashbulletin.com

Exit mobile version