মঙ্গলবার, ১৯শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ | ৪ঠা নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

প্রকাশের তারিখ: মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫

আগামী জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) শাপলা প্রতীক পাবে না বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। ইসি সচিবালয়ের জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ আজ মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে এক সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য নিশ্চিত করেন।

ইসির অবস্থান

ইসি সচিব বলেন, “এনসিপি শাপলা প্রতীক পাচ্ছে না। কারণ আমাদের প্রতীকের তালিকায় শাপলা নেই। নিয়ম অনুযায়ী, প্রতীক যেটা তালিকায় আছে, সেটির ভেতর থেকে নিতে হবে। শাপলা প্রতীক যেহেতু তালিকায় নেই, তাই দেওয়ার সুযোগ নেই।”

এনসিপির দাবি

এর আগে সোমবার এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) সঙ্গে সাক্ষাৎ শেষে সংবাদ সম্মেলনে জানান, দলটি শাপলা প্রতীক ছাড়া অন্য কোনো প্রতীক নেবে না।
তিনি বলেন, “প্রতীকের বিষয়ে আমরা অনড় অবস্থানে আছি। শাপলা, সাদা শাপলা কিংবা লাল শাপলা—এই তিনটির যেকোনো একটি আমাদের চাই। এর বাইরে নির্বাচন করা সম্ভব নয়।”

আসন্ন সংলাপ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আগামী ২৮ সেপ্টেম্বর থেকে বিভিন্ন রাজনৈতিক দল, সুশীল সমাজ ও অংশীজনদের সঙ্গে সংলাপ শুরু করবে ইসি।
ইসি সচিব আখতার আহমেদ জানান, “কমিশন প্রাথমিকভাবে সিদ্ধান্ত নিয়েছে যে ২৮ তারিখ থেকে সংলাপ শুরু হবে। এতে রাজনৈতিক দল ছাড়াও সিভিল সোসাইটি, শিক্ষাবিদ, নারী নেত্রী, মুক্তিযোদ্ধা, গণমাধ্যমকর্মী ও নির্বাচন বিশেষজ্ঞরা অংশ নেবেন।”

নির্বাচন প্রস্তুতি

ইসি সচিব আরও জানান, রাজনৈতিক দলের নিবন্ধনের নথি পর্যালোচনা এখন চূড়ান্ত পর্যায়ে রয়েছে। কাজ শেষ হলে কমিশন আনুষ্ঠানিকভাবে তা ঘোষণা করবে। একই সঙ্গে নির্বাচনী আচরণবিধি ও আরপিও সংশোধন নিয়েও কাজ চলছে বলে জানান তিনি।

Leave A Reply

বৈদেশিক কর্মসংস্থান, অভিবাস ও প্রবাস জীবন সংক্রান্ত অনলাইন নিউজ পোর্টাল।

যোগাযোগ

সিটি হার্ট শপিং কমপ্লেক্স (১১তম ফ্লো), রুম ১২/৮, ৬৭, নয়াপল্টন, ভিআইপি রোড, ঢাকা-১০০০, ফোন: +৮৮০ ১৫৩৩-১৯০৩৭১, ইমেইল: info@probashbulletin.com

Exit mobile version